শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

হাজারি ক্লাবে মাহমুদুল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

হাজারি ক্লাবে মাহমুদুল্লাহ

জিতলেই ঢাকা ডায়নামাইটসের পর দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করে ফেলতো খুলনা টাইটানস। কিন্তু মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুরন্ত পারফরম্যান্সের বিপক্ষে জিততে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। হেরে এখন সংশয়ের বৃত্তে আটকে পড়েছে দলটি। দল না পারলেও একটি রেকর্ড গড়েছেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ। বিপিএলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে গতকাল এক হাজার রানের মাইলফলক গড়েছেন এই স্টাইলিস্ট ব্যাটসম্যান। এর আগে প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে হাজারি ক্লাবের নাম লেখান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ৪৮ ম্যাচে মাহমুদুল্লাহর রান ১০১১ এবং মুশফিকের রান ৪৫ ম্যাচে ১১৭১ রান। হাজারি ক্লাবে নাম লেখাতে মাহমুদুল্লাহর দরকার ছিল মাত্র ২৯ রান। গতকাল ৩৮ বলে ৪ চারে ৪০ রানের ইনিংস খেলার পথেই নাম লিখেন হাজারি ক্লাবে। ৪৮ ম্যাচে মাহমুদুল্লাহর কোনো সেঞ্চুরি নেই। হাফসেঞ্চুরি ৪টি। সর্বোচ্চ ৬২। চার হাঁকিয়েছেন ৭৮টি এবং ছক্কা রয়েছে ৩১টি। বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকের রান ৪৫ ম্যাচে ১১৭১। এরপর রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ। তার রান ৯৩৭।

সর্বশেষ খবর