শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শুটিংয়ে দীর্ঘমেয়াদি কোচ

ক্রীড়া প্রতিবেদক

অলিম্পিকের পরের আসর টোকিওতে। ২০২০ সালে বসবে ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় আসর। এখনো চার বছর বাকি। তার আগেই নড়েচড়ে বসেছে বাংলাদেশ শুটিং ফেডারেশন। টোকিও অলিম্পিককে সামনে রেখে এর মধ্যেই শুটিং ফেডারেশন দীর্ঘমেয়াদে দুজন কোচ রেখেছে। দায়িত্বপ্রাপ্ত দুজন কোচের একজন ডেনমার্কের ক্লাভস ক্রিস্টেনসন এবং অন্যজন মন্টেনেগ্রোর মার্কো সকিচ। ক্রিস্টেনসন হাই পারফরম্যান্স রাইফেল কোচ এবং সকিচ পিস্তল কোচ। ডেনিস কোচ ক্রিস্টেনসেনের সঙ্গে ফেডারেশন চুক্তি করেছে ২০২০ সাল পর্যন্ত। মন্টেনেগ্রিয়ান কোচ মার্কোর সঙ্গে চুক্তি করেছে ২০১৮ সাল পর্যন্ত। তবে ডেনিস কোচকে রিও ডি জেনিরো অলিম্পিকের আগে স্বল্পমেয়াদি দায়িত্ব দেওয়া হয়েছিল। দীর্ঘমেয়াদে চুক্তির পর ক্রিস্টেনসন বলেন, ‘প্রায় এক বছর ধরেই কাজ করছি। ফেডারেশন চাইছে আরও ভালো কিছু। তাই আমি কাজ করতে আগ্রহ প্রকাশ করলাম।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর