রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শ্রীলঙ্কার কাছেও হারল রুমানারা

ক্রীড়া প্রতিবেদক

শক্তিমত্তায় ভারত অনেক এগিয়ে। এগিয়ে পাকিস্তানও। তবে শ্রীলঙ্কার সঙ্গে জেতার স্বপ্নটাই দেখেছিলেন রুমানা আহমেদরা। কিন্তু সেটাও শেষ পর্যন্ত হয়নি। দ্বীপরাস্ট্রের কাছে হেরেছে বড় ব্যবধানে। গতকাল টি-২০ মহিলা এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ৬ বল আগে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ভারতের কাছে ৬৪ রানে, পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারের পর থাইল্যান্ডকে ৩৫ রানে এবং নেপালকে ৯২ রানে হারিয়েছিলেন রুমানারা। এবার হারলেন শ্রীলঙ্কার কাছে।

এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে গিয়েছিল মহিলা ক্রিকেট দল। নির্বাচক আতহার আলি জানিয়েছিলেন, মহিলা ক্রিকেট ইতিহাসে সেরা দল গঠন করা হয়েছে। দলটি কেমন, সেটা ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে পারফরম্যান্সই বলে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের টি-২০ ইতিহাসে সবচেয়ে কম ৫৪ রানে অলআউটের রেকর্ড গড়ে। পরের দুই ম্যাচে থাইল্যান্ড ও নেপালকে হারিয়ে নিজেদের ফিরে পান রুমানারা। কিন্তু পাকিস্তানের কাছে ফের ৪৪ রানে গুটিয়ে লজ্জায় পড়েন। যা টি-২০ ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে কম স্কোর। ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে টস হেরে ৩ উইকেটে ৯৩ রান করে বাংলাদেশ। ৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে হাতে ৭ উইকেট রেখেই জিতে যায় শ্রীলঙ্কা।

সর্বশেষ খবর