রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজশাহীর আশা বাঁচিয়ে রাখলেন আফিফ

ক্রীড়া প্রতিবেদক

হারলেই সুপার ফোরের আশা শেষ। কিন্তু সেই আশা বাঁচিয়ে রেখেছে রাজশাহী কিংস। বিপিএলে গতকাল তারা ৬ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে চিটাগং ভাইকিংসকে। এ জয়ে রংপুর ও খুলনা সমান ১২ পয়েন্ট সংগ্রহ করলেও নেট রান রেটে রাজশাহীর অবস্থান তিনে। লিগ পর্ব শেষ করেছে তারা। অন্যদিকে রংপুর আজ কুমিল্লা ও খুলনা লড়বে ঢাকার বিপক্ষে। দুই দল জিতলেই সুপার ফোরে জায়গা করে নেবে। দুই দল আবার হেরে গেলে নেট রান রেটে সুপার ফোর নির্ধারণ হবে। শক্ত ব্যাটিং লাইন-আপ হলেও চিটাগং কাল সুবিধা করতে পারেনি। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল উইলিয়ামসের প্রথম বলেই বোল্ডআউট হন। এরপর আর বিপর্যয় ঠেকানো যায়নি। নির্ধারিত ২০ ওভারে চিটাগং ৯ উইকেটে ১১১ রান তোলে। শোয়েব মালিক ৬৭ রানে অপরাজিত ছিলেন। রাজশাহীর দুর্দান্ত বোলিং করেন আফিফ হোসেন। ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। উইলিয়ামস পান ১১ রানে ২ উইকেট। ১১২ রানের লক্ষ্যে খেলতে নেমে রাজশাহী দলীয় ৩৭ রানের মাথায় উদ্বোধনী দুই ব্যাটসম্যান নূরুল হাসান ও মুমিনুলকে হারালেও ১৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফ্রাঙ্কলিন অপরাজিত ৬৩ রান করেন। মুমিনুল ২১ আর নূরুল ১২ রান করেন। সাকলাইন সজীব ও ইমরান খান জুনিয়র ২টি করে উইকেট পান।

সর্বশেষ খবর