রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুনীরের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ!

ক্রীড়া প্রতিবেদক

এএইচএফ কাপ হকি জয়ের পর ক্রীড়াঙ্গনে স্বস্তির হাওয়া বইছে। কেননা, এই শিরোপা জয়ে বাংলাদেশ এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পেয়েছে। কিন্তু খুশির পাশাপাশি হকি ফেডারেশনে জ্বলছে ক্ষোভের আগুন। ওয়ার্কিং কমিটি ফেডারেশনের সহসভাপতি শফিউল্লাহ আল মুনীরের ওপর নাখোশ। গতকাল এই কমিটি সভা করে তার স্বেচ্ছাচারিতার সমালোচনা করে ও কিছু সিদ্ধান্তও নেয়।

সভা শেষে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক মিডিয়াকে স্পষ্টভাবে বলেছেন, ‘কোচ অলিভারকে আমি বলেছি, আপনি যদি কাজ করতে চান তাহলে ফেডারেশনের সঙ্গে চুক্তি করতে হবে। কোনো ব্যক্তির সঙ্গে চুক্তি করলে এর দায়িত্ব নেবে না ফেডারেশন। এভাবে হলে আপনি ফেডারেশনের সঙ্গে কথা বলতে পারেন।’ এই অলিভারই প্রধান কোচ হিসেবে কাজ করেছেন হংকংয়ে। তবে এই জার্মান কোচ চুক্তি করেছিলেন সহসভাপতি শফিউল্লাহ আল মুনীরের ব্যবসা প্রতিষ্ঠান ইনডেক্স গ্রুপের সঙ্গে। যা হকি ফেডারেশনের সঙ্গে পুরোপুরি বেমানান। এ ছাড়া মুনীরের বেশকিছু কর্মকাণ্ডে ফেডারেশন অসন্তোষ প্রকাশ করেছে।

সর্বশেষ খবর