সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

তবুও জিততে পারত শেখ রাসেল

শেখ রাসেল ২ : ২ ব্রাদার্স

ক্রীড়া প্রতিবেদক

তবুও জিততে পারত শেখ রাসেল

২ গোলে পিছিয়ে পড়েও শেখ রাসেল ক্রীড়া চক্র ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। অথচ গোলের সুযোগ কাজে লাগাতে পারলে দেশের জনপ্রিয় দলটি জয় নিয়েই মাঠ ছাড়তে পারত। গতকাল গোপালগঞ্জ শহীদ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম পর্বে ব্রাদার্সের কাছে হেরে যায় শেখ রাসেল। এবার প্রতিশোধ নিতে মাঠে নামেন মানিকের শিষ্যরা। কিন্তু রক্ষণভাগের ভুলে সুযোগ হাত ছাড়া করায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় শেখ রাসেলকে। এটা ঠিক কাল শুরুতে গোছানো ফুটবল খেলতে পারেনি শেখ রাসেল। বরং ব্রাদার্সের গতিময় খেলা চোখে পড়ে। অবশ্য রেফারি অযথা অফসাইড ধরায় শেখ রাসেলের কিছু আক্রমণ নষ্ট হয়ে যায়। ৩২ মিনিটেই ব্রাদার্স এগিয়ে যায়। বাঁ-দিক থেকে আক্রমণ করে জালে বল পাঠান ওয়ালসন। শেখ রাসেলের ডিফেন্ডাররা সতর্ক থাকলে গোল রক্ষা করা যেত। গোল শোধের সুযোগও আসে। কিন্তু রনি, রাজু ও ইকাঙ্গা সুযোগ কাজে লাগাতে না পারায় প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকে ব্রাদার্স। দ্বিতীয়ার্ধের শুরুতে শেখ রাসেলের তত্পরতা দেখা গেলেও কিছুক্ষণের মধ্যে আবার ব্রাদার্স ম্যাচ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। রক্ষণভাগের দুর্বলতার কারণে ব্রাদার্স বার বার প্রতিপক্ষের দুর্গে ঢুকে পড়ছিল। ৫৯ মিনিটে আবার গোল করে বসেন ওয়ালসন। শেখ রাসেলের তিন ডিফেন্ডার সামনে দাঁড়ানোর পরও জালে বল পাঠাতে ওয়ালসনকে কোনো বেগ পেতে হয়নি। লিগে এটি তার ১২তম গোল। যাক ২ গোলে পিছিয়ে যাওয়ার পরও শেখ রাসেলের ফুটবলাররা মনোবল হারাননি। চেপে খেলে ৬৪ মিনিটে পেনাল্টিও পেয়ে যান জামাল ভূঞারা। নিজেদের ডি-বক্সের ভিতর ব্রাদার্সের মনির ফাউল করেন শেখ রাসেলের নাসিরকে। গোল করে ব্যবধান ১-২ করেন মিন্টু শেখ। এরপরই ভয়ঙ্কর রূপ ধারণ করে শেখ রাসেল। একের পর এক আক্রমণে ব্রাদার্সের রক্ষণভাগ ভেঙে যায়। ৭৫ মিনিটে নাসিরের ক্রসে চমৎকার হেডে সমতা ফেরান ইকাঙ্গা ২-২। বাকি সময়ে আধিপত্য ধরে রাখলেও গোলের দেখা পায়নি শেখ রাসেল। তবে শেষ মুহূর্তে ডি বক্সের ভিতর ব্রাদার্সের এক খেলোয়াড় হ্যান্ডবল করলেও রেফারি পেনাল্টি এড়িয়ে যান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর