সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সেরে উঠেছেন কাটার মাস্টার

ক্রীড়া প্রতিবেদক

সেরে উঠেছেন কাটার মাস্টার

ইংলিশ কাউন্টি খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এরপর থেকেই সংশয়ের দোলাচলে হাঁটাহাঁটি। কবে ফিরবেন কাটার মাস্টার! আফগানিস্তান আর ইংল্যান্ড সিরিজ মিস করার পর সংশয় ছিল নিউজিল্যান্ড সিরিজ নিয়েও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে পারেননি তিনি। কিন্তু নিউজিল্যান্ডে খেলতে পারবেন তো তিনি? অবশেষে আশার আলো দেখতে পাচ্ছেন নির্বাচকরা। গতকালের অনুশীলনে আশানুরূপ ফল পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ট্রেনার। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল মুস্তাফিজুর রহমান, এবাদত আর শহিদের ইনজুরি সম্পর্কে অগ্রগতির খবর দিলেন। দেবাশীষ চৌধুরী বলেন, ‘আজ (গতকাল) সকালের অনুশীলনে মুস্তাফিজ ও এবাদত দুজনই বোলিং করেছে। ওরা দুজনই বোলিং সামর্থ্যের ৮০-৯০ ইনটেনসিটিতে বল করেছে। আমাদের ট্রেনার খুবই খুশি এ দুজনের অগ্রগতি নিয়ে।’ কেবল তাই নয়, দুজনই নাকি দুই স্পেলে বোলিং করেছেন। কোনো সমস্যা ছাড়াই এমন বোলিং করাটা দারুণ ব্যাপার। দেবাশীষ চৌধুরীর মতে, ৮০-৯০ পারসেন্ট ইনটেনসিটিতে বোলিং করা মানেই প্রায় ফিটনেস লেভেল সম্পন্ন করা। অনুশীলনে সাধারণত এটাকেই শতভাগ ধরা হয়।  মাঠে খেলার সময়ই বোলাররা শতভাগ নিজেকে উজাড় করে দেন। বিসিবির প্রধান চিকিৎসক জানান, এখানে যখন ৮০ পারসেন্ট দিচ্ছে তখন আমরা ধরে নিচ্ছি ওদের ফিটনেস লেভেল শতভাগ অর্জিত হয়েছে। দেবাশীষ চৌধুরী বলেন, ‘আরও কয়েকটা দিন সময় আছে আমাদের হাতে। এর মধ্যে আরেকটা জিম সেশন ও বোলিং সেশন হবে। এরপর নির্বাচক বা টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড ট্যুরে তারা থাকবে কি না!’ তবে দেবাশীষ চৌধুরীর মতে, অস্ট্রেলিয়া ক্যাম্পে বা নিউজিল্যান্ড সফরে মুস্তাফিজ আর এবাদতকে পাঠানো হলে তারা অন্যদের সঙ্গেই অনুশীলন শিডিউল মেইনটেইন করতে পারবে। গতকাল তাদেরকে দেখে এমনটাই মনে হয়েছে তার। মুস্তাফিজ ও এবাদতকে নিয়ে আশাবাদী হলেও শহীদের ইনজুরি নিয়ে খুব একটা আশাবাদী নন দেবাশীষ। শহীদকে পরীক্ষা করা হয়েছে এরই মধ্যে। বিসিবির প্রধান চিকিৎসক শহীদকে নিয়ে বলেন, ‘ওর ইনজুরিটা তো গত সপ্তাহে হলো। এখন বেশ কিছু পরীক্ষা করতে হবে তার।

সর্বশেষ খবর