মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কারা খেলবে ফাইনাল?

ক্রীড়া প্রতিবেদক

কারা খেলবে ফাইনাল?

কোনো তথ্য প্রমাণ নেই। চায়ের টেবিলে ঝড় ওঠেনি। তারপরও বিপিএলের একাধিক ম্যাচের ফল নিয়ে কথা উঠেছে। অভিযোগ উঠেছে পাতানোর। অভিযুক্ত দলগুলো কোনো জবাব দেয়নি। তবে বিপিএল মানেই পাতানো ম্যাচের গন্ধ, একদল নিজের প্রয়োজনে আরেক দলকে ছেড়ে দেওয়া— এমনটা প্রথম আসর থেকেই হচ্ছে। বিশেষ করে দ্বিতীয় আসর তো রীতিমতো কটু গন্ধ ছড়িয়েছিল। শুধু ম্যাচ পাতানো নয়, ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধেও গড়িমসি করেছিল দলগুলো। বিশ্বব্যাপী সংবাদের পাতায় চলে আসে বিপিএল। যার প্রভাবে দুই বছর বন্ধ ছিল আসর।  তৃতীয় আসর থেকে নিজ দায়িত্বে আয়োজন করতে থাকে বিসিবি। ম্যাচ পাতানোর অভিযোগ থাকলেও ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে কোনো প্রশ্ন ওঠেনি। তাই নির্বিঘ্নেই খেলছেন ক্রিকেটাররা। দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও হচ্ছে। লিগ পর্ব শেষে ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে আজ। সন্ধ্যায় কোয়ালিফাইয়ার ওয়ানে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে ৯ ডিসেম্বর। দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে মুখোমুখি হবে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস ও ড্যারেন স্যামির রাজশাহী কিংস। জয়ী দল আগামীকাল ফাইনালে উঠতে খেলবে কোয়ালিফাইয়ার ওয়ানের পরাজিত দলের বিপক্ষে। আসরের সবচেয়ে তারকাবহুল দল ঢাকা। দলটিতে সাকিব ছাড়াও রয়েছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনা, আন্দ্রে রাসেল, এভিন লুইস, ডুইন ব্রাভোদের মতো তারকা ক্রিকেটাররা। এরা নিজেদের দিনে প্রতিপক্ষকে একাই গুঁড়িয়ে দিতে পারেন। স্থানীয়দের মধ্যে মেহেদি মারুফ রয়েছেন দারুণ ফর্মে। ধুন্ধুমার ক্রিকেট খেলছেন। প্রতিপক্ষ বোলারদের মামুলি মানের বানিয়ে হাঁকাচ্ছেন চার-ছক্কা। বিপরীতে খুলনার সাফল্যের পুরোটাই নির্ভরশীল স্টাইলিস্ট ব্যাটসম্যান মাহমুদুল্লাহর ওপর। আসরের অন্যতম সফল ব্যাটসম্যান ১২ ম্যাচে রান করেছেন ৩৬৯। প্রতিপক্ষ ঢাকার বিপক্ষে গ্রুপ পর্বের দুই ম্যাচেই জয়ী খুলনার নায়ক ছিলেন মাহমুদুল্লাহ। চট্টগ্রামে ৯ রানের জয়ী ম্যাচে মাহমুদুল্লাহর ব্যাট থেকে বেরিয়েছিল ৬২ রানের নান্দনিক ইনিংস। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ঢাকাকে হারানোর নায়ক মাহমুদুল্লাহ খেলেন ৫০ রানের ইনিংস। আজ দুই দল ফাইনালে উঠতে শতভাগ উজাড় করে খেলবে। ফাইনালে ওঠার লড়াইয়ে শতভাগ ফিট ক্রিকেটার নিয়েই নামছে ঢাকা। সেজন্য খুলনার বিপক্ষে শেষ ম্যাচে বিশ্রাম দিয়েছিল আন্দ্রে রাসেল, এভিন লুইস ও ডুইন ব্রাভোকে। আজ এদের নিয়েই খেলতে নামবে এবং ফাইনালে উঠতে শতভাগ চেষ্টা থাকবে বলেন দলের কোচ খালেদ মাহমুদ সুজন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়েছি। ফাইনালে উঠতে আমরা সেরাটাই খেলব।’ মাহমুদুল্লাহও চাইছেন ফাইনালে উঠতে। আগের দুই লড়াইয়ে জিতলেও আজ লড়াই কঠিন হবে মানছেন খুলনার অধিনায়ক, ‘আমরা দারুণ খেলে কোয়ালিফাইয়ারে উঠেছি। প্রতিপক্ষ ঢাকা যথেষ্ট শক্তিশালী দল। আমরা যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারি, তাহলে ফাইনালে খেলা কষ্টকর হবে না।’ কোয়ালিফাইয়ারের দুই দলের পরাজিত দলের অবশ্য ফাইনালে ওঠার সুযোগ থাকছে। এজন্য আগামীকাল আরও একটি ম্যাচ খেলতে হবে।  এলিমিনেটরে চিটাগংয়ের প্রতিপক্ষ রাজশাহী। দুই দল আজ নামছে দ্বিতীয় কোয়ালিফাইয়ার হতে। দুই দল গ্রুপ পর্বে পরস্পরকে একবার করে হারিয়েছে। প্রথম লড়াইয়ে চিটাগং জিতেছিল ১৯ রানে এবং দ্বিতীয়টিতে রাজশাহী জয় পায় ৬ উইকেটে। চিটাগংয়ের সাফল্যের কারিগর তামিম হলেও আফগানিস্তানের মোহাম্মদ নবীও কিন্তু কম যাচ্ছেন না। তার অলরাউন্ডিং পারফরম্যান্স অনেকটাই এগিয়ে রেখেছে দলটিকে। রান না পেলেও আজকের ম্যাচের ফোকাস থাকবে ক্যারিবীয় ড্যাসিং ক্রিস গেইলের দিকে। রাজশাহী খেলছে একটি দল হিসেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর