মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আবাহনীর সামনে অসহায় মোহামেডান

প্রিমিয়ার ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে একি পরিবর্তন! আগে আবাহনী-মোহামেডান মুখোমুখি মানেই শীর্ষে থাকার লড়াই। এখন আর সেই অবস্থা নেই। আবাহনী পেশাদার লিগে চারবার চ্যাম্পিয়ন। বড় ধরনের অঘটনের শিকার না হলে এবারও আবাহনী ঘরে ট্রফি তুলবে। অন্যদিকে ঐতিহ্যবাহী মোহামেডানের অসহায় অবস্থা। টানা ১৪ বছর ধরে শিরোপার মুখ দেখছে না। পেশাদার লিগে প্রথম তিন আসরে রানার্সআপ হলেও এখন নিচের দিকে থাকছে। গোপালগঞ্জ শহীদ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজ জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুই দল মুখোমুখি হচ্ছে। বিকাল ৩টায় ম্যাচটি শুরু হবে। আবাহনী ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে অপরাজিত শীর্ষে রয়েছে। আর সমানসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্টে মোহামেডানের অবস্থান ১০-এ। এদিকে শিরোপার পথে হাঁটছে আবাহনী। অন্যদিকে রেলিগেশনের শঙ্কায় মোহামেডান। দুদল এ অবস্থায় মুখোমুখি হবে তা স্বপ্নেও ভাবা যায়নি। যাক এটাই এখন বাস্তব। দুর্বল ম্যানেজমেন্টের কারণে ফুটবলে মোহামেডানের দাপট এখন স্মৃতিই বলা যায়। যোগ্য সংগঠকদের নেতৃত্বে আবাহনী আছে আবাহনী রূপেই। দুই দলের লড়াইকে ঘিরে আগের সেই উত্তাপ নেই। তারপরও মোহমেডান-আবাহনী বলে কথা। কে জিতবে এ নিয়ে ফুটবলপ্রেমীরা কিছুটা হলেও টেনশনে থাকে। প্রথম পর্বে সহজ জয় পেয়েছিল আবাহনী। আজও তারা ফেবারিট।

সর্বশেষ খবর