মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ফেবারিটদের আনুষ্ঠানিকতার ম্যাচ

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফেবারিট বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ আর অ্যাটলেটিকো মাদ্রিদ মাঠে নামছে আজ। গ্রুপ পর্বে এটাই তাদের শেষ ম্যাচ হতে যাচ্ছে। তবে ম্যাচের গুরুত্ব নেই তেমন একটা। নকআউট পর্ব তো বটেই এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে গ্রুপ চ্যাম্পিয়নের বিষয়টাও। সি গ্রুপে বার্সেলোনা আজ মুখোমুখি হবে জার্মান ক্লাব বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখের। একই গ্রুপের অন্য ম্যাচে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি খেলবে স্কটিশ ক্লাব সেলটিকের বিপক্ষে। সি গ্রুপে এর মধ্যে ১২ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থেকে এই গ্রুপ থেকে নকআউট পর্বে বার্সেলোনার সঙ্গী হচ্ছে ম্যানসিটি। আজ আনুষ্ঠানিকতার ম্যাচই খেলতে নামছে দুই ফেবারিট।

এদিকে ডি গ্রুপেও নকআউট পর্ব নিশ্চিত করেছে ফেবারিট অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। এমনকি অ্যাটলেটিকো মাদ্রিদ গ্রুপ চ্যাম্পিয়নের স্থানটাও নিজেদের করে নিয়েছে। ৫ ম্যাচে তারা পূর্ণ ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে। আজ বায়ার্ন মিউনিখ মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের। প্রথম লেগে তারা অ্যাটলেটিকোর কাছে হেরেছিল ১-০ গোলে। আজ কী সে পরাজয়ের প্রতিশোধ নিতে পারবে বায়ার্ন!

সর্বশেষ খবর