বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মোহামেডানকে হারিয়ে শিরোপার পথে আবাহনী

গোপালগঞ্জ প্রতিনিধি

মোহামেডানকে হারিয়ে শিরোপার পথে আবাহনী

আবাহনী-মোহামেডানের ম্যাচ কি এখন মর্যাদার লড়াই বলা যাবে? অনেকে হয়তো বলতে পারেন কেন এই প্রশ্ন। আসলে ফুটবলে জনপ্রিয়তা কমে যাওয়ায় এমনিতেই দুই দলের ম্যাচের আগের সেই উত্তাপ নেই। তারপর আবার দুই দলের পার্থক্য এখন আকাশ-পাতাল। পেশাদার লিগে ঢাকা-আবাহনী চারবার শিরোপা জয় করেছে। এবারও ট্রফি ঘরে নিতে যাচ্ছে। অন্যদিকে ঢাকা মোহামেডান ১৪ বছর ধরে লিগ শিরোপা থেকে বঞ্চিত। গতকাল গোপালগঞ্জ শহীদ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়। আগে আবাহনী-মোহামেডান মুখোমুখি মানেই শীর্ষে থাকার লড়াই। অথচ কয়েক বছর ধরে ব্যতিক্রমী লক্ষ্য করা যাচ্ছে। কাল আবাহনী যেমন নেমেছিল শীর্ষস্থান মজবুত করতে। অন্যদিকে মোহামেডানের ছিল লিগে বেঁচে থাকার লড়াই।

তারপরও গ্যালারি ছিল প্রায় ভরা। এর পেছনে যথেষ্ট কারণও ছিল। ঢাকার বাইরে এই প্রথম মুখোমুখি হয় দুই দল। জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বেও জয় পেয়েছে আবাহনী। ২-১ জিতে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল দেশের অন্যতম শীর্ষ দলটি। ১৮ ম্যাচে আবাহনী ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর ১৭ পয়েন্টে থেকে রেলিগেশনের শঙ্কাটা আরও বেড়ে গেল মোহামেডানের। প্রথম পর্বে দাপট দেখিয়ে জয় পেয়েছিল আবাহনী। কাল অবশ্য ম্যাচটি একতরফা ছিল না। অপেক্ষাকৃত দুর্বল দল হয়েও সমান তালে লড়েছে মোহামেডান। প্রথমার্ধে দুই দলই গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। আগের ম্যাচে আবাহনীর দুই বিদেশি সানডে ও টাকের চমৎকার সমন্বয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দিত। কাল দুজনার গোলে আবাহনী জয় পেলেও যেই ভয়ঙ্কর রূপটা দেখা যায়নি। প্রথমার্ধে গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে গোল পেতে দুদলই মরিয়া হয়ে উঠে। ৫১ মিনিটে পেনাল্টি থেকে লি টাক গোল করেন। ৮১ মিনিটে সানডে ব্যবধান দ্বিগুণ করলে আবাহনীর জয় নিশ্চিত হয়ে যায়। ইনজুরি টাইমে পুয়েমি মোহামেডানের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন।

সর্বশেষ খবর