বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সেই শাপকোয়েনসই চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

কলম্বিয়ান ক্লাব অ্যাটলেটিকো ন্যাশনালের বিপক্ষে কোপা সাউদামেরিকানার ফাইনাল খেলতে যাওয়ার পথে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন শাপকোয়েনসের ১৯ জন ফুটবলার। বেঁচে থাকা তিনজনের পক্ষেও ফুটবল খেলা হবে না কোনোদিন! এই দুর্ঘটনার পর পরই প্রতিপক্ষ অ্যাটলেটিকো ন্যাশনাল ল্যাটিন ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষ কম্বেলের কাছে আবেদন জানিয়েছিল, শাপকোয়েনসেকেই যেন ২০১৬ কোপা সাউদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। কেবল ন্যাশনালের কেন, সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের একই দাবি ছিল। কম্বেল সবার দাবির প্রতি সম্মান দেখিয়েই যেন শাপকোয়েনসেকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে। এর ফলে শাপকোয়েনসের নিহত ফুটবলাররা ২০ লাখ ডলার প্রাইজমানি পাচ্ছেন। রানার্সআপ ন্যাশনালের ফুটবলাররা প্রাইজমানি পাচ্ছেন ১০ লাখ মার্কিন ডলার।

এদিকে বিমান দুর্ঘটনায় নিহত ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েনসের খেলোয়াড় ও স্টাফদের পরিবারকে সহায়তার জন্য ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সাধারণ সম্পাদক ভাল্তার ফেল্দমান জানান, আগামী ২২ জানুয়ারি বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করা হতে পারে। গত সপ্তাহে কলম্বিয়ার ক্লাব অ্যাটলেটিকো নাসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় ৭১ জন যাত্রী নিহত হন।

সর্বশেষ খবর