বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জয়ে ড্রয়ের বৃত্ত ভাঙল বার্সা

ক্রীড়া ডেস্ক

জয়ে ড্রয়ের বৃত্ত ভাঙল বার্সা

ন্যূ ক্যাম্পে রিয়ালের বিপড়্গে এল ক্ল্যাসিকোসহ মোট তিনটা ম্যাচে ড্র করেছে বার্সেলোনা। প্রতিটাতেই স্কোরলাইন ছিল ১-১! লু্ইস এনরিকের দলটা কেমন যেন ঝিমিয়ে পরেছিল। এ অবস’া থেকে বের হওয়ার জন্য প্রয়োজন ছিল প্রচন্ড এক ঝাঁকুনির। গত মঙ্গলবার ঠিক সেই কাজটাই করলেন মেসি-তুরানরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গ্রম্নপ পর্বের শেষ ম্যাচে জার্মান ক্লাব বুরম্নসিয়া মঞ্চেনগস্নাডবাখের বিপড়্গে ৪-০ গোলের দারম্নণ এক জয় পেয়েছে কাতালানরা। ন্যূ ক্যাম্পে বার্সেলোনার এ জয় থেকেই বার্সার পুনরম্নত্থান হতে পারে! লিওনেল মেসি আরেকটুর জন্য পারলেন না। আর একটা গোল বেশি করলেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গ্রম্নপ পর্বে সর্বো”চ গোলের রেকর্ডে ভাগ বসাতে পারতেন। জার্মান প্রতিপড়্গদের বিরম্নদ্ধে ম্যাচের শুরম্নতেই একটা গোল করে মেসি ভক্তদের মনে আশা জাগিয়েছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর ১১ গোলের রেকর্ডটা স্পর্শ করতে পারতেন মেসি। তবে এরপর আর জার্মান ডিফেন্স লাইন ভাঙতে পারেননি আর্জেন্টাইন এ সুপারস্টার। মেসি না পারলেও দারম্নণ এক হ্যাটট্রিক করেছেন তুর্কী তারকা আরডা তুরান। তিনি ৫০, ৫৩ ও ৬৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এ তুর্কী তারকা। মেসি গ্রম্নপ পর্বে ১০ গোল করে রোনালদোর পিছনেই থাকলেন। এ জয়ে সি গ্রম্নপের চ্যাম্পিয়ন হিসেবেই চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্ব খেলছে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটি গত মঙ্গলবার স্কটিশ ক্লাব সেলটিকের সঙ্গে ১-১ গোলে ড্র করেও নকআউট পর্ব খেলছে গ্রম্নপ রানার্সআপ হিসেবে। আর ইউরোপীয়ান প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে সেলটিক। বুরম্নসিয়া মঞ্চেনগস্নাডবাখ অবশ্য ইউরোপা লিগে নকআউট পর্ব খেলার সুযোগ পা”েছ। এদিকে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের বিপড়্গে প্রতিশোধই নিল বায়ার্ন মিউনিখ। ব্যভারিয়ানরা প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল অ্যাটলেটিকোর কাছে। নিজেদের মাঠে তাদেরকে পেয়ে ঠিক ওই ব্যবধানেই হারাল বায়ার্ন মিউনিখ। গত মঙ্গলবার রবার্তো লিওয়ান্দোভস্কির একমাত্র গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারিয়েছে জার্মান জায়ান্টরা।

সর্বশেষ খবর