শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপের বার্ষিক ক্রীড়ার বর্ণাঢ্য উদ্বোধন

প্রাইজমানি ৫০ লাখ টাকা

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা গ্রুপের বার্ষিক ক্রীড়ার বর্ণাঢ্য উদ্বোধন

বসুন্ধরা গ্রুপের বার্ষিক ক্রীড়া উৎসব উদ্বোধনের পাশাপাশি গতবারের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান —বাংলাদেশ প্রতিদিন

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল বসুন্ধরা গ্রুপের বার্ষিক ক্রীড়া উৎসব ‘বসুন্ধরা স্পোর্টস কার্নিভাল, ২০১৬’-এর। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় বেলুন ও পায়রা উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। তিনি গত আসরের বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। এবারের উৎসবের প্রতিপাদ্য ‘সেলিব্রেট দ্য স্পিরিট অব স্পোর্টস’। এবারের উৎসবে ফুটবল, ফুটসাল, টেবিল টেনিস, দাবা ও ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ১ হাজার প্রতিযোগী অংশ নিচ্ছেন। এসব টুর্নামেন্টে প্রাইজমানি থাকছে ৫০ লাখ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে এসব তথ্য জানান উৎসব কমিটির আহ্বায়ক ও ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট প্রা. লি.-এর নির্বাহী পরিচালক ইমরুল হাসান। তিনি আরও জানান, প্রথমবারের মতো বসুন্ধরা ক্রীড়া উৎসবে অংশ নিতে যাচ্ছেন মেয়েরা। বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহানের একান্ত ইচ্ছায় এটা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ অনুষ্ঠানে বক্তব্য দেন কালের কণ্ঠ সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি বলেন, ‘বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ খেলাধুলার প্রতি বরাবরই গুরুত্ব আরোপ করে আসছে। দেশের আর কোনো শিল্পপ্রতিষ্ঠান খেলাধুলায় এভাবে অর্থ ব্যয় করে না।’ তিনি আশা প্রকাশ করেন, অচিরেই বসুন্ধরা স্পোর্টস কার্নিভাল বাংলাদেশের সেরা ক্রীড়া উৎসবে পরিণত হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের তথ্য ও গণমাধ্যম উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, উপব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমানসহ বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কর্মকর্তারা। অনুষ্ঠানে ব্যাডমিন্টন হাতে নিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এর পরপরই বাংলাদেশের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন আইমান-রইস উদ্দিন জুটি আল আমিন-ওয়াহিদুল জুটির সঙ্গে এক প্রীতি ম্যাচে অংশ নেয়। মাসব্যাপী এ উৎসব চলবে বসুন্ধরা আবাসিক এলাকায়।

সর্বশেষ খবর