শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রেকর্ড গড়ল জিদানের রিয়াল

ক্রীড়া ডেস্ক

রেকর্ড গড়ল জিদানের রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতেও পারল না রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লস ব্ল্যাঙ্কোসরা। অবশ্য এ ড্রয়ের পরও একটা দারুণ রেকর্ডে ভাগ বসাল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ১৯৮৮-৮৯ মৌসুমে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার ক্লাব রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ। সেই রেকর্ডে ভাগ বসাল এবার রিয়াল মাদ্রিদও। লা লিগায় সামনের ম্যাচে দিপোর্তিভোকে হারালেই টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে নতুন মাইলফলক স্থাপন করবে জিদানের রিয়াল মাদ্রিদ।

বুধবার নিজেদের মাঠে করিম বেনজেমার দুই গোলে (২৮ ও ৫৩) এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে অবামেয়াঙ ৬০তম মিনিটে এবং রেয়াস ৮৮তম মিনিটে গোল করে ডর্টমুন্ডকে পরাজয়ের কবল থেকে রক্ষা করেন। এ ড্রয়ে এফ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্ব খেলার যোগ্যতা অর্জন করল বুরুসিয়া ডর্টমুন্ড। রিয়াল মাদ্রিদ নকআউট পর্বে পেতে পারে কঠিন প্রতিপক্ষ! এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার জয় পেয়েছে জুভেন্টাস। তারা ২-০ গোলে হারিয়েছে ডাইনামো জাগরেবকে। এ জয়ে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্ব খেলবে ওল্ড লেডিরা। এইচ গ্রুপ থেকে জুভেন্টাসের সঙ্গী হয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। তারা বুধবার ফরাসি ক্লাব লিঁওর সঙ্গে গোল শূন্য ড্র করেছে। এছাড়াও বুধবার জয় পেয়েছে পোর্তো। মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেয়েছে বর্তমান ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটি। পোর্তোর কাছে তারা ৫-০ গোলে হেরে গেছে। অবশ্য এ পরাজয়ের পরও লিস্টার সিটিই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব খেলবে। টটেনহ্যাম ৩-১ গোলে হারিয়েছে সিএসকেএ মস্কো। জয় পেয়েছে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনও। তারা ৩-০ গোলে হারিয়েছে মোনাকোকে।

এছাড়া কোপেনহেগেন ২-০ গোলে ক্লাব ব্রুগকে এবং লিগিয়া ১-০ গোলে স্পোর্টিংকে হারিয়েছে।

সর্বশেষ খবর