শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিদেশি ফুটবলারদের পেমেন্ট ঝুলে আছে

ক্রীড়া প্রতিবেদক

জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রতিটি দলে বিদেশি ফুটবলার অংশ নিচ্ছেন। সত্যি বলতে কি দেশে এতটা ফুটবলার সংকট যে বিদেশিদের অন্তর্ভুক্ত না করলে দলগুলো লিগেও অংশ নিতে পারত কিনা তা নিয়ে সংশয় ছিল। লক্ষ্য করলে দেখা যাবে স্থানীয় খেলোয়াড়দের চেয়ে বিদেশিদের নৈপুণ্যই চোখে পড়ছে। অথচ লোকালদের পারিশ্রমিক প্রতিবছর বেড়েই চলেছে। অন্যদিকে আবার অভিযোগ উঠেছে বিদেশি ফুটবলারদের পেমেন্ট নিয়ে।

পেশাদার লিগের প্রধান শর্ত হচ্ছে ফুটবলারদের পারিশ্রমিক যেন বকেয়া না থাকে। বিশেষ করে অতিথি অর্থাৎ বিদেশি ফুটবলারদের পারিশ্রমিক কোনো অবস্থায় যেন বাকি না থাকে। তা কি মানা হচ্ছে? ২/৩টি ক্লাব ছাড়া অন্যরা যেভাবে বিদেশিদের অর্থ দিচ্ছে তা হাস্যকর। এ নিয়ে অবশ্য এখন পর্যন্ত কেউ বাফুফের কাছে অভিযোগ করেননি। কিন্তু এক্ষেত্রে আবার বিদেশিরা অন্যপথও বেছে নিচ্ছেন। ঠিকমতো পেমেন্ট না পাওয়ায় বিদেশিরা খেলতে চাচ্ছেন না। খেললেও মাঠে অসহযোগিতা থাকে। প্রথম পর্বে দুর্বল দল নিয়ে চমক দেখিয়েছিল ফুটবলে পুরান এক ক্লাব। দ্বিতীয় পর্বে তারা সুবিধা করতে পারছে না। এক্ষেত্রে বিদেশিদের গা ছাড়াভাব এই দলকে পেছনে ফেলে দিয়েছে। ঠিকমতো পেমেন্ট না পাওয়ায় বিদেশিরা প্রশিক্ষণেও নামতে চান না। সব ক্লাবই বলছে তাদের পেমেন্ট ক্লিয়ার। বাস্তবে ২/৩টি ছাড়া অধিকাংশ দলই পেমেন্ট ঝুলিয়ে রেখেছে।

সর্বশেষ খবর