শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইনজুরিতে নেইমার

ক্রীড়া ডেস্ক

ন্যু ক্যাম্পের এল ক্ল্যাসিকোতেই আঘাতটা পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ম্যাচের শেষদিকে তাকে উঠিয়ে নিয়েছিলেন কোচ লুইস এনরিকে। এরপর বার বার উরুর মাংসপেশিতে বরফ দিতে দেখা গেছে তাকে। কিন্তু গুরুতর কোনো ইনজুরি বলে তখনো মনে হয়নি। তবে সোমবার নেইমারকে বার্সেলোনার অনুশীলনে দেখা যায়নি। এরপরই নেইমারকে নিয়ে বিবৃতি দেয় বার্সেলোনা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় মাংসপেশিতে আঘাত পেয়েছেন নেইমার। তবে গুরুতর কোনো আঘাত নয়। মাংসপেশি ছিঁড়ে যায়নি। অবশ্য বার্সেলোনা ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয়। এ কারণে অনুশীলনেই আসতে দেয়নি নেইমারকে। পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে তাকে। বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, নেইমারের স্বাভাবিক অনুশীলনে ফেরাটা নির্ভর করছে তার সেরে উঠার উপর।

তবে এ বছর আর মাঠে নামা হচ্ছে না নেইমারের। এর অর্থই হচ্ছে অন্তত চারটা ম্যাচে অনুপস্থিত থাকছেন এ ব্রাজিলিয়ান তারকা। অবশ্য নেইমারকে এমনিতেই বসে থাকতে হতো সাইডলাইনে। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় তিনি চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচ এবং লা লিগায় এক ম্যাচ খেলতে পারতেন না। তবে নেইমারের অনুপস্থিতি বেশ ভোগাতে পারে ধুঁকতে থাকা বার্সেলোনাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর