শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিজয়ের মাসে চলে গেলেন খ্যাতনামা গোলরক্ষক নূরুন্নবী

ক্রীড়া প্রতিবেদক

বিজয়ের মাসে চলে গেলেন খ্যাতনামা গোলরক্ষক নূরুন্নবী

বিজয়ের মাসে চলে গেলেন মুক্তিযোদ্ধা খোন্দকার মো. নূরুন্নবী। ৬০ ও ৭০ দশকে ঢাকার মাঠে জনপ্রিয় ফুটবলার ছিলেন তিনি। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের নিয়মিত গোলরক্ষক ছিলেন। তার অসাধারণ  নৈপুণ্য লিগ শিরোপা ছাড়া আগাখান গোল্ডকাপে শিরোপা জিতে মোহামেডান। গতকাল ঢাকার সম্মিলিত সাময়িক হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নূরুন্নবী। ১৯৭০ সাল পর্যন্ত নূরুন্নবী মাঠে ছিলেন নিয়মিত। পাকিস্তান জাতীয় দলের হয়েও ৬৯ সালে বেশ কটি ম্যাচে অংশ নেন তিনি। স্বাধীনতার পর তাকে আর মাঠে দেখা যায়নি। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীতে যোগ দেন। আট নম্বর সেক্টরে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নেতৃত্ব দিয়েছেন তিনটি পদাতিক ব্যাটালিয়নে। সীমান্ত রক্ষীবাহিনী বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বিজিবি) রাঙামাটি সেক্টর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। নূরুন্নবী ঢাকার লজিস্টিক এরিয়া (লগ এরিয়া) কমান্ডারও ছিলেন। ২০০১ সালে মেজর জেনারেল হিসেবে অবসর নেওয়ার আগে তিনি ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে ১৯৬৫ সালে নূরুন্নবী ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানে যোগ দেন। নূরুন্নবীর অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। তিনি বলেন, নূরুন্নবীর মতো মানসম্পন্ন গোলরক্ষক দেশে খুবই কম দেখা গেছে।

সর্বশেষ খবর