শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার সহজ জয়

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার সহজ জয়

ট্রফি হাতে অধিনায়ক স্মিথের সঙ্গে ডেভিড ওয়ার্নার —ইন্টারনেট

বছরের শুরুতে যদি নার্ভাস নাইনটিজে সাজঘরে না ফিরতেন, তাহলে হয়তো বছরটা শেষ করতে পারতেন শচীন টেন্ডুলকারের পাশে নাম লিখে। কিন্তু দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় সেটা করতে পারেননি বাঁ হাতি ড্যাসিং ওপেনার ডেভিড ওয়ার্নার। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ার্নার বছর শেষ করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর পাশে নাম লিখে। বিষয়টা কী? বিষয় হচ্ছে, এক বছরে সর্বোচ্চ ৯ সেঞ্চুরির মালিক টেন্ডুলকার। গাঙ্গুলী এক মৌসুমে করেছেন ৭ সেঞ্চুরি। ওয়ার্নার গতকাল মেলবোর্নে ১৫৬ রানের নান্দনিক ইনিংস খেলে এক মৌসুমে ৭ সেঞ্চুরির রেকর্ড লিখে নিয়েছেন নিজের নামের পাশে। ওয়ার্নারের সেঞ্চুরির দিনে ১১৭ রানের বড় জয়ে সিরিজ জিতে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে স্বাগতিকরা ওয়ার্নারের ক্যারিয়ারের ১১ নম্বর সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান করে। জবাবে ৩৬.১ ওভারে মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর