শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নকআউটে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক

নকআউটে ম্যানইউ

জ্লাতান ইব্রাহিমোভিচ

উয়েফা ইউরোপা লিগের নকআউট পর্ব খেলা নিয়ে সংশয় ছিল হোসে মরিনহোর। রেড ডেভিলদের জন্য একটা স্থান নিশ্চিত করতে প্রয়োজন ছিল ফেনারবাখের বিপক্ষে দারুণ জয়। দ্বিতীয় শর্ত ছিল, ডাচ ক্লাব ফেনর্ডকে হারতে হবে তুর্কি ক্লাব ফেনারবাখের কাছে। দুইটা শর্ত পূরণ করেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ম্যানইউ। গত বৃহস্পতিবার প্রতিপক্ষ ইউক্রেনিয়ান ক্লাব জরিয়াকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। দলের পক্ষে গোল দুটি করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ ও হেনরিক। একই দিনে ফেনারবাখের কাছে ১-০ গোলের পরাজয় স্বীকার করেছে ফেনর্ড। নকআউট পর্ব নিশ্চিত করলেও ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়েছে ম্যানইউ। ফেনারবাখ পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই নকআউট পর্ব খেলতে যাচ্ছে।

এদিকে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান জয়ের পরও বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই। গত বৃহস্পতিবার ইতালিয়ান জায়ান্টরা ২-১ গোলে হারিয়েছে স্পার্টা প্রাহাকে। ‘কে’ গ্রুপ থেকে স্পার্টা প্রাহা এবং হ্যাপল বিয়ার শিবার নকআউট পর্ব নিশ্চিত করেছে। ইন্টার মিলান বাদ পড়লেও স্প্যানিশ ক্লাবগুলো ঠিকই স্থান করে নিয়েছে নকআউট পর্বে। এল গ্রুপ থেকে ভিয়ারিয়াল, জি গ্রুপ থেকে সেল্টা ভিগো এবং এফ গ্রুপ থেকে অ্যাথলেটিক বিলবাও ইউরোপা লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার স্ট্যু বুখারেস্টকে ২-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর