রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অবশেষে বার্সার জয়

ক্রীড়া ডেস্ক

অবশেষে বার্সার জয়

গোলের পর মেসিদের উৎসব —এএফপি

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা সর্বশেষ জয়ের দেখা পেয়েছিল গত ৭ নভেম্বর। সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। এরপর মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। ড্র করেছে রিয়াল সুসিদাদ (১-১) এবং রিয়াল মাদ্রিদের (১-১) সঙ্গেও। লা লিগায় এক মাসেরও বেশি সময় পর জয়ের দেখা পেল বার্সেলোনা। গতকাল মেসির ডাবল ও লুইস সুয়ারেজের গোলে ওসাসুনাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

এ জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। তবে গত রাতেই দিপোর্তিভোর মুখোমুখি হয়েছিল জিনেদিন জিদানের শিষ্যরা। জয় পেয়ে থাকলে পয়েন্টের ব্যবধান আবারও বাড়িয়ে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। পাশাপাশি টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার নতুন ক্লাব রেকর্ডও গড়ে নিয়েছে জিদানের দল!

গতকাল লা লিগায় সবার নিচে থাকা দল ওসাসুনার মাঠে খেলতে নেমে শুরু থেকেই দুরন্ত ছিল বার্সেলোনা। তবে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ফেবারিট বার্সেলোনা। অবশ্য দ্বিতীয়ার্ধে নেমেই স্বরূপে ফিরে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৫৯ মিনিটে দারুণ এক গোলে বার্সেলোনাকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। তাকে গোলে এসিস্ট করেন জর্দি আলবা। তবে গোলের উৎস ছিলেন লিওনেল মেসিই। অবশ্য তখনো মেসির আসল রূপ দেখা বাকি ছিল ওসাসুনার দর্শকদের। ৭২তম মিনিটে জর্দি আলবার এসিস্টে দারুণ এক গোল করেন মেসি। বার্সেলোনা এগিয়ে যায় ২-০ গোলে। এখানেই থামতে পারতেন মেসি। তবে দলকে দারুণ এক জয় উপহার দেওয়ার পথে তিনি আরও একবার প্রতিপক্ষের গোল পোস্টে চূড়ান্ত আঘাত হানেন। ম্যাচের অতিরিক্ত মিনিটে বাসকুয়েটসের কাছ থেকে বল পেয়ে কোনো ভুল করেননি মেসি। দলকে উপহার দেন ৩-০ গোলের দারুণ এক জয়। লা লিগায় এক মাসেরও বেশি সময় পর জয়ের দেখা পেল বার্সেলোনা! এদিকে এ গোলের মাধ্যমেই মেসি ছাড়িয়ে গেলেন রোনালদোদের। লা লিগায় চলতি মৌসুমে এখন সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসিই (১১ গোল)। ক্রিস্টিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ এবং সেল্টা ভিগোর অ্যাসপাস করেছেন ১০টি করে গোল। এদিকে মালাগা-গ্রানাডা ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। এ ড্রয়ে মালাগা ১৫ ম্যাচে ২১ পয়েন্ট সংগ্রহ করে লা লিগায় ৮ নম্বরে অবস্থান করছে। গ্রানাডা ৯ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে অবস্থান করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর