রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চমকহীন বাফুফে ক্যালেন্ডার

ক্রীড়া প্রতিবেদক

চমকহীন বাফুফে ক্যালেন্ডার

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপ লিগের দলবদল একসঙ্গে হবে। আগামী এপ্রিল মাসে এর তারিখ ঘোষিত হয়েছে। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বহু প্রতীক্ষিত ক্যালেন্ডার ঘোষণা করা হয়। এখানেই এই তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। অনেকে ভেবেছিলেন ক্যালেন্ডারে চমক থাকবে। বাস্তবে সবই ছিল গৎ বাঁধা। জুন থেকে অক্টোবর পর্যন্ত প্রিমিয়ার লিগ। দ্বিতীয় লিগের দলবদল হবে আগস্ট মাসে। ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরু হলেও স্বাধীনতা কাপ রাখা হয়েছে নভেম্বরে। প্রিমিয়ার লিগের দলগুলো শুধু এই টুর্নামেন্টে অংশ নেবে। ধারণা করা হয়েছিল সুপার কাপ শুরুর উদ্যোগ নেওয়া হবে। কিন্তু ক্যালেন্ডারে না থাকায় ধরে নেওয়া হচ্ছে তিন আসর করেই সুপার কাপের বিলুপ্তি ঘটল। অথচ সালাউদ্দিন নেতৃত্বাধীন বাফুফের কমিটি এই টুর্নামেন্ট নামিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিল।

আগে জাতীয় নেতা সোহরাওয়ার্দীর নামকরণে জাতীয় যুব টুর্নামেন্ট হলেও বাফুফে নতুন নামকরণে এই টুর্নামেন্ট শুরু করবে। নতুন নামকরণ করা হয়েছে অনূর্ধ্ব-১৮ জাতীয় জেলা চ্যাম্পিয়নশিপ। অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের পর জেলাগুলোকে পাঁচ মাস সময় দেবে বাফুফে। তারা যেন এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে লিগ শুরু করতে পারে। বছরের শেষ দিকে প্রিমিয়ার লিগের প্রতিটি দলকে অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে লিগে অংশ নিতে হবে। ক্যালেন্ডারে আন্তর্জাতিক টুর্নামেন্টে থাকছে দুটি। ফেব্রুয়ারিতে চট্টগ্রামে শেখ কামাল কাপ ও মার্চে বঙ্গবন্ধু গোল্ড কাপ রাখা হয়েছে। তবে এই শিডিউল পরিবর্তনও হতে পারে।

সর্বশেষ খবর