মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কোহলির সাফল্যের রহস্য

ক্রীড়া প্রতিবেদক

এই সিরিজের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অধিনায়ক বিরাট কোহলির গড় ছিল মাত্র ২০.১২। সবশেষ ইংল্যান্ড সফরে অবস্থা আরও খারাপ ছিল। ২০১৪ সালের ওই সফরে নয় ইনিংসে তার গড় ছিল মাত্র ১৩.৪০। সেই কোহলি এবার ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচে রান করেছেন ১২৮ গড়ে। চার ম্যাচে তার রান ৬৪০। একটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি। রয়েছে দুটি হাফ সেঞ্চুরিও। ইংল্যান্ডের বিরুদ্ধে বদলে যেতে কোহলিকে সহযোগিতা করেছে ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারের একটি উপদেশ। গতকাল ম্যাচ জয়ের পর নিজের মুখেই সে কথা জানিয়েছেন কোহলি। ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমার জন্য সেরা উপদেশ ছিল কোনো কিছু না পড়া! এটাই বলেছিলেন শচীন। আমি কিন্তু কোনো মজা করছি না। তার এ উপদেশই আমি মেনে চলেছি। আমার কাছে মনে হয়েছে এটাই আমার জীবনের সেরা উপদেশ।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর