বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শেখ রাসেল-মোহামেডান মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

আগের ম্যাচে গোলের সুযোগ হাত ছাড়া করায় জিততে পারেনি শেখ রাসেল ক্রীড়াচক্র। ঢাকা আবাহনীর বিপক্ষে গোল শূন্য ড্র করেছে। আজ জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শেখ রাসেলের প্রতিপক্ষ ঢাকা মোহামেডান। প্রথম পর্বে জয় পেয়েছিল শেখ রাসেল। এবারও হারাতে চায় শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। ঐতিহ্যবাহী দল হলেও ফুটবলে বড্ড দুর্দিন যাচ্ছে মোহামেডানের। ফেডারেশন কাপ ও কোটি টাকার সুপার কাপ জিতলেও ১৪ বছর ধরে লিগ চ্যাম্পিয়ন থেকে বঞ্চিত। যা ফুটবলপ্রেমীদের কাছে অবিশ্বাসই মনে হচ্ছে। এবার তো পেশাদার লিগে ঠিকবে কিনা সেই শঙ্কাও কাটছে না। তারপরও আজ সতর্ক হয়ে মাঠে নামবে শেখ রাসেল। কোচ মানিক বলেন, ‘রেলিগেশন থেকে রেহাই পেতে সামনের ম্যাচগুলোর পয়েন্ট পেতে মরণ কামড় দেবে মোহামেডান। সুতরাং প্রতিপক্ষকে কোনোভাবে হাল্কা করে দেখা যাবে না।’ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে আজ দিনের প্রথম ম্যাচে  ঢাকা আবাহনী লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। জিততে পারলে শিরোপা জেতাটা আবাহনীর প্রায় নিশ্চিতই হয়ে যাবে।

সর্বশেষ খবর