শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের লোগো উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের লোগো উন্মোচন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ। ২২-২৮ ডিসেম্বর পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত চ্যাম্পিয়শিপে অংশ নিবে ৬ দেশ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বাকি দেশগুলো  আফগানিস্তান, নেপাল, কিরগিজস্তান, উজবেকিস্তান ও মালদ্বীপ। ছয় জাতির আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচিত হয় গতকাল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। লোগো উন্মোচন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। বাণিজ্যমন্ত্রী আবার ‘এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ’-এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যানও। লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ম্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ মহিউদ্দিন, লোটো বাংলাদেশ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল উদ্দিন, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লিগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুন-অর-রশিদ, অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। গতবার এই টুর্নামেন্টে ভালো করতে পারেনি বাংলাদেশ। এবার লক্ষ্য শিরোপা এবং  দর্শকদের হতাশ করবেন না বলেন ভলিবল দলের অধিনায়ক সাঈদ আল জাবীর বলেছেন, ‘গতবার এই টুর্নামেন্টে আমরা ভালো করতে পারিনি। এবার আমাদের একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। প্রস্তুতি ভালো হয়েছে।’ আশা করি এবার আমরা হতাশ করব না।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘টুর্নামেন্টে যেসব দল অংশ নিচ্ছে তাদের সঙ্গে পূর্বে আমাদের খেলার অভিজ্ঞতা রয়েছে। গত সাউথ এশিয়ান (এসএ) গেমসে মালদ্বীপ, ভুটান, আফগানিস্তানের বিপক্ষে খেলেছি। বিশ্বকাপ বাছাইপর্বে কিরগিজস্তানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে। সব মিলে আমি বলব আমরা এবার চ্যাম্পিয়ন ছাড়া অন্যকিছু ভাবছি না।’

এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে গত এক মাসেরও বেশি সময় জাতীয় দলকে অনুশীলন করাচ্ছেন ইরানিয়ান কোচ আলীপোর। দল নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘এশিয়াতে আমাদের ভলিবল একটা জায়গা তৈরি করেছে। ভলিবলে বাংলাদেশ বর্তমানে ভালো অবস্থানে আছে। এর ভবিষ্যৎ উজ্জ্বল।’

সর্বশেষ খবর