শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পূর্ণ সদস্য সংখ্যা বাড়াচ্ছে আইসিসি

ক্রীড়া ডেস্ক

পূর্ণ সদস্য সংখ্যা বাড়াচ্ছে আইসিসি

টেস্ট ক্রিকেট পাঁচ দিন থেকে কমিয়ে চার দিনে আনা হতে পারে। এমন আভাস পাওয়া গেছে বেশ কয়েকদিন আগে। ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার টেস্ট ক্রিকেটে ফলাফলের জন্য দুই ধরনের উইকেট ব্যবহারের সুপারিশ করেছিলেন। যদিও টেন্ডুলকারের সুপারিশ পাস হয়নি। তবে টেস্টের পরিধি কমে আসতে পারে চার দিনে। অবশ্য আরও একটি পরিকল্পনা রয়েছে আইসিসির। পূর্ণ সদস্য সংখ্যা বাড়িয়ে ১০ থেকে ১৫ কিবা ১৬ করতে পারে ক্রিকেটের শাসক সংস্থাটি। 

২০০০ সালের ২৬ জুন দশম দেশ হিসেবে পূর্ণ সদস্য পদ পেয়েছিল বাংলাদেশ। এরপর আর কোনো দেশ এখন পর্যন্ত পায়নি। যদিও পাইপ লাইনে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, আফগানিস্তান, নেদারল্যান্ডসের মতো দেশ রয়েছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে আইসিসি পূর্ণ সদস্য সংখ্যা বাড়াবে। এবার সেরকমটাই শোনালেন আইসিসির সিইও ডেডিভ রিচার্ডসন। শ্রীলঙ্কায় বৈঠক শেষে তিনি জানান, আইসিসি চাইছে সর্বোচ্চ পর্যায়ে আরও ৫-৬টি দেশ খেলুক। যদি পরিকল্পনাটি বাস্তবায়িত হয়, তাহলে পূর্ণ সদস্য সংখ্যা ১০ থেকে বেড়ে ১৫ কিংবা ১৬ হবে।

সর্বশেষ খবর