রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মাশরাফিরা নিউজিল্যান্ড যাচ্ছেন আজ

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফিরা নিউজিল্যান্ড যাচ্ছেন আজ

সিডনিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে প্রবাসী বাঙালিদের অটোগ্রাফ দিচ্ছেন মুশফিক ও অন্য ক্রিকেটাররা —সংগৃহীত

সিডনিতে ৯ দিনের প্রস্তুতি ক্যাম্পে দুটি টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে জিতলেও শেষেরটি হেরেছে সিডনি থান্ডার্সের কাছে। গতকাল ছিল ক্যাম্পের শেষ দিন। পরিকল্পনা ছিল অনুশীলনের। কিন্তু বৃষ্টিতে অনুশীলন হয়নি। ফলে শেষ দিন অনুশীলন ছাড়াই শেষ হলো সিডনির প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্প শেষে মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিমরা আজ দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিনটি টি-২০ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছেন। সফরে টাইগাররা প্রথম ম্যাচ খেলবে ক্রাইস্টচার্চে। ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে শুরু হবে প্রথম ওয়ানডে। এরপর নেলসনে দুটি ওয়ানডে ২৯ ও ৩১ ডিসেম্বর। এরপর ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-২০ এবং ৬ ও ৮ জানুয়ারি মাউন্ডগুনাইয়ে দ্বিতীয় ও তৃতীয় টি-২০। ১২-১৬ জানুয়ারি ওয়েলিংটনে প্রথম টেস্ট এবং ২০-২৪ জানুয়ারি দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে। প্রস্তুতি ক্যাম্পের ২৩ ক্রিকেটারই আজ নিউজিল্যান্ড যাচ্ছেন। ২১ ডিসেম্বর ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিবি।

সর্বশেষ খবর