শিরোনাম
সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের বিশ্বজয়

ক্রীড়া ডেস্ক

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের বিশ্বজয়

বিশ্ব ক্লাবকাপ জয়ের পর উল্লসিত রোনালদো —এএফপি

ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করতে কি ঘামই না ঝরাতে হলো রিয়াল মাদ্রিদের। জাপানি দল কাশিমা অ্যান্টলারসের বিরুদ্ধে গতকাল ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ পর্যন্ত অবশ্য জয় হলো রিয়ালেই। তবে অতিরিক্ত ত্রিশ মিনিট খেলেই জয়টা আদায় করতে হয়েছে লস ব্ল্যাঙ্কোসদের। ভক্তদের জন্য বিষয়টা দারুণই হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাজিকেল ফুটবল দেখার সময়টা বেড়েছে। আর পর্তুগিজ এ তারকা গতকাল ভক্তদের পুরোপুরিই সন্তুষ্ট করেছেন। তার দুর্দান্ত হ্যাটট্রিকেই রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে হারিয়েছে জাপানি দল কাশিমাকে।

ম্যাচের শুরুতেই করিম বেনজেমা ফলাফলের একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। ম্যাচের নবম মিনিটেই তার গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গেই প্রমাণ মেলে, জাপানিরা এতটা সহজ প্রতিপক্ষ নয়! গ্যাকু শিবাসাকির ৪৪ ও ৫২তম মিনিটের গোল রিয়াল মাদ্রিদ ভক্তদের ক্ষণিকের জন্য থমকেই দিয়েছিল। অবশ্য এই অবস্থা থেকে দ্রুতই দলকে বের করে আনেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৬০তম মিনিটেই তিনি দলকে সমতায় ফেরান। অবশ্য পরের দুটি গোল পাওয়ার জন্য পর্তুগিজ তারকাকে খেলতে হয় অতিরিক্ত আরও ত্রিশ মিনিট। ৯৮ ও ১০৪তম মিনিটে আরও দুটি গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে উপহার দেন ৪-২ ব্যবধানের দারুণ এক জয়। অবশ্য ম্যাচ জয়ের পর রোনালদো স্বীকার করেছেন, ম্যাচটা অনেক কঠিন ছিল। তিনি বলেছেন, ‘দারুণ একটা ম্যাচ হলো। আমাদের প্রচুর কষ্ট করতে হয়েছে। তবে ফাইনাল এমনই হওয়া উচিত। এটা এমন একটা ট্রফি যা আমরা জিততে চেয়েছিলাম। আর বছরটা সম্ভাব্য সবচেয়ে সুন্দরভাবে শেষ হলো আমাদের। এ জন্য দারুণ খুশি আমি।’ রোনালদোর মতোই খুশি রিয়াল মাদ্রিদের প্রতিটি ফুটবলার আর ভক্তও। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ এবং উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর এবার ফিফা ক্লাব বিশ্বকাপও বগলদাবা করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যালন ডি’অর ট্রফির মতো ফিফা বর্ষসেরা পুরস্কারটাও বুঝি এবার ক্রিস্টিয়ানো রোনালদোই জিততে যাচ্ছেন। এদিকে ফিফা ক্লাব বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়ান ক্লাব অ্যাটলেটিকো ন্যাশনাল। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে নেয় কলম্বিয়ানরা। মেক্সিকোর ক্লাব অ্যামেরিকাকে শূন্য হাতেই বাড়ি ফিরতে হলো!

সর্বশেষ খবর