মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নিউজিল্যান্ডে ফুরফুরে মেজাজে মাশরাফিরা

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডে ফুরফুরে মেজাজে মাশরাফিরা

মাশরাফি-সাকিব-মুশফিকরা এখন নিউজিল্যান্ডে। গতকাল ছিল বিশ্রাম। রুয়ানকা সমুদ্র সৈকতে ফুরফুরে মেজাজে সময় কাটিয়েছে টাইগাররা —সংগৃহীত

সিডনির ক্যাম্প শেষ করে রবিবার নিউজিল্যান্ডে পা রাখে বাংলাদেশ ক্রিকেট দল। এক মাসের বেশি সময়ের সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলবে টাইগাররা। মাশরাফিরা এখন ওয়েনগিরিতে। সেখানে ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। এরপর ২৩ ডিসেম্বর ক্রিকেট দল চলে যাবে ক্রাইস্টচার্চ। সেখানে ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে খেলবে সিরিজের প্রথম ওয়ানডে। ব্যাট ও বলের লড়াইয়ে নামার আগে নিউজিল্যান্ডে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন মাশরাফিরা। গতকাল বিশ্রামের প্রায় পুরোটা সময় ক্রিকেটাররা কাটিয়েছেন রুয়ানকা সমুদ্রসৈকতে।

আগের দিন অকল্যান্ড থেকে বাসে ওয়েনগিরি পৌঁছান মাশরাফিরা। সিডনিতে নয় দিনের ক্যাম্পে দুটি টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। সিডনি সিক্সার্সের বিপক্ষে জিতলেও হেরে যায় সিডনি থান্ডার্সের কাছে। হার-জিতের ভিন্নমুখী স্বাদ নিয়েই নিউজিল্যান্ড উড়ে যান মাশরাফি, মুশফিক, সাকিব, তামিমরা। গতকাল ছিল ক্রিকেটারদের বিশ্রাম। বিশ্রামটা ক্রিকেটাররা কাটিয়েছেন ঘুরে ফিরে এবং রুয়ানকা সমুদ্রসৈকতে সময় কাটিয়ে। পেসার তাসকিন আহমেদের একটি ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে দেশময়। ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিকেটাররা গ্রুপ বেঁধে সেলফি তুলছেন। মাশরাফি দেশবাসীকে শুভাশিষ জানিয়েছেন। শুভাশিষ জানিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফুিকর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানরা। প্রায় দুই মিনিটের ভিডিওর শেষে তাসকিন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন—‘আমাদের জন্য দোয়া করবেন দেশবাসী। আমরা যেন নিউজিল্যান্ড সফরে সাফল্য পাই।’

২৬ ডিসেম্বর শুরু ওয়ানডে সিরিজ। অথচ এখনো স্কোয়াড ঘোষণা করেনি টিম ম্যানেজমেন্ট। ২২ ডিসেম্বর প্রস্তুতি ওয়ানডে শেষে স্কোয়াড ঘোষণার কথা টিম ম্যানেজমেন্টের।

সর্বশেষ খবর