মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিরোপার আশা জিইয়ে রাখল চট্টগ্রাম আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

শিরোপার আশা জিইয়ে রাখল চট্টগ্রাম আবাহনী

শিরোপার আশা টিকে রইলো চট্টগ্রাম আবাহনীর। গতকাল জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে তারা ৩-০ গোলে টিম বিজেএমসিকে পরাজিত করে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে মামুনুলরা ২-০ গোলে এগিয়ে ছিলেন। এ জয়ে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা আবাহনী। দুই আবাহনীর এখনো দুটো করে ম্যাচ বাকি রয়েছে। অবশ্য শেখ জামাল ও ঢাকা আবাহনীর ম্যাচ পাতানো ছিল বলে সন্দেহ করা হচ্ছে। ওই ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছিল ঢাকা আবাহনী। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন অভিযোগ যখন উঠেছে তখন ম্যাচটি পাতানো ছিল কি না তা খতিয়ে দেখা হবে। লিগ কমিটি তদন্ত করবে কি না সেটা দেখার বিষয়। চট্টগ্রাম আবাহনীর সেদিকে তাকিয়ে থেকে লাভ নেই। বাকি দুই ম্যাচ তাদের জিততেই হবে। যদি ঢাকা আবাহনীর বাকি দুই ম্যাচে ম্যারাকল কিছু ঘটে যায়। অপেক্ষাকৃত দুর্বল দল হলেও বিজেএমসিকে গুরুত্ব দিয়েই মাঠে নেমেছিল বন্দর নগরীর দলটি। চার মিনিটেই তারা এগিয়ে যায়। ডান দিক থেকে রুবেল মিয়ার বাড়ানো ক্রসে ভুটানি তারকা চেনচো চমৎকারভাবে গোল করে দলকে এগিয়ে রাখেন। ২০ মিনিট ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল বিজেএমসি। আবদুল্লাহ পারভেজের কর্নার থেকে ইসা হেড করলে গোল লাইন থেকে বল ফেরান মামুনুল ইসলাম। ১ মিনিট পরই আবদুল্লাহ শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে বাইরে চলে যায়। ৪৫ মিনিটে ইব্রাহিমের নিচু ক্রসে বল পেয়ে আবারও গোল করেন চেনচো। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় চট্টগ্রাম আবাহনী। ৬৬ মিনিটে নিজেদের ১৩তম জয় নিশ্চিত করে ফেলেন মামুনুলরা। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে বল পান চেনচো। তিনি শট নিলেও গোলরক্ষক হিমেল বল ধরলেও হাত থেকে ফসেক যায়। সুযোগটি কাজে লাগান ইব্রাহিম। ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। এই হারে ২০ ম্যাচে বিজেএমসির পয়েন্ট ২১।

সর্বশেষ খবর