মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানের হার

ক্রীড়া ডেস্ক

রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানের হার

আসাদ শফিক

হাতে ২ উইকেট। রান করতে হবে আরও ১০৮। ক্রিজে একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান আসাদ শফিক এবং বাকি দুজন টেল এন্ডার। এমন সমীকরণে ব্রিসবেন টেস্টের চতুর্থদিন শেষেই জয় দেখতে শুরু করেছিল অস্ট্রেলিয়া। তাই হয়তো ব্রিসবেন কর্তৃপক্ষ পঞ্চমদিন দর্শকদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল স্টেডিয়ামের গেট। তখনো কর্তৃপক্ষ হয়তো ভাবেননি, এমন প্রতিদ্বন্দ্বিতা করবে পাকিস্তান। চতুর্থ দিন শেষে ১০০ রানে অপরাজিত থাকা আসাদ শফিক লেগ স্পিনার ইয়াসির শাহকে নিয়ে যে প্রতিরোধ গড়েন, তাতে এক পর্যায়ে টেস্ট হেলে পড়ে পাকিস্তানের দিকে। যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি সফরকারীরা। কিন্তু যে রোমাঞ্চকর লড়াই করেছে পাকিস্তান, তাতে বিস্মিত ক্রিকেট বিশ্ব। প্রথম ইনিংসের বিধ্বস্ততা নিয়ে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৪৫০ রান করে হেরে যায় মাত্র ৩৯ রানে। শফিকের বীরোচিত ব্যাটিংয়ে পঞ্চমদিন পাকিস্তান আরও ২৩ ওভার ব্যাটিং করে রোমাঞ্চকর এক টেস্টের জন্ম দেয়। এই সাড়ে ৪০০ রান টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ইনিংসে চতুর্থ সর্বোচ্চ স্কোর এবং পাকিস্তানের সর্বোচ্চ। রেকর্ড গড়লে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দশম টেস্ট হারের তিক্ত স্বাদও নিয়েছে দেশটি। অসিদের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল পাকিস্তান ১১ বছর আগে ১৯৯৫ সালে। সিরিজে এখনো দুই টেস্ট বাকি। পাকিস্তানের বীরোচিত লড়াইয়ের নায়ক আসাদ ৫১ টেস্ট ক্যারিয়ারে করেছেন ১০ সেঞ্চুরি। যার একটি মাত্র চার নম্বরে ব্যাট করে এবং বাকি ৯টি ছয় নম্বরে। ছয় নম্বরে যে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন আসাদ শফিক। আগের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ড অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্সের। ক্যারিয়ারের ২৬ সেঞ্চুরির ৮টি করেছিলেন সোবার্স ৬ নম্বরে ব্যাট করে। সোবার্স আট সেঞ্চুরি করেছিলেন ৫৭ ইনিংসে এবং আসাদ শফিকের লেগেছে ৬৬ ইনিংস। ৭টি করে সেঞ্চুরি রয়েছে অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ, ইংল্যান্ডের টনি গ্রেগ, শ্রীলঙ্কার হাসান তিলকরত্নে ও ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপলের। 

সর্বশেষ খবর