মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইংল্যান্ড স্কটল্যান্ডের জরিমানা

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড স্কটল্যান্ডের জরিমানা

ফুটবলে যে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল যেভাবেই হোক, ফিফা ফুটবল মাঠে কোনোভাবেই রাজনৈতিক কর্মকাণ্ড সহ্য করবে না। এমনকি দেশটা ইংল্যান্ড হলেও! গত ১১ নভেম্বর ছিল প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ সৈনিকদের স্মরণ করার দিন। এদিন ছিল ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ। স্টেডিয়ামেই দর্শকরা নিহত সৈনিকদের স্মরণ করতে পপি ফুলশোভিত ড্রেস পরে আসে। কিন্তু বিষয়টা ফিফার কাছে আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মনে হয়েছিল। এটাকে রাজনৈতিক কর্মসূচি আখ্যা দিয়ে জরিমানা করা হয়েছে দলগুলোকে। ইংল্যান্ডকে ৪৫ হাজার সুইস ফ্রাঙ্ক, স্কটল্যান্ডকে ২০ হাজার সুইস ফ্রাঙ্ক, ওয়েলসকে ২০ হাজার সুইস ফ্রাঙ্ক এবং উত্তর আয়ারল্যান্ডকে ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা গুনতে হচ্ছে।

সর্বশেষ খবর