মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

হঠাৎ সালাউদ্দিনের সংবাদ সম্মেলন

ক্রীড়া প্রতিবেদক

হঠাৎ করেই সংবাদ সম্মেলনের আয়োজন করলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে ভবনে তার সঙ্গে নির্বাহী কমিটির অনেকে ছিলেন। কি বলবেন সাবেক এই কিংবদন্তি ফুটবলার? নতুন কোনো ঘোষণা দেবেন কি? না সংবাদ সম্মেলনে চমকের কিছু ছিল না। সংশয় প্রকাশ করেছেন ঘোষিত চার বছরের ক্যালেন্ডার বাস্তবায়ন নিয়ে। সালাউদ্দিন বললেন, নির্বাচনে পরাজিত গ্রুপ উঠে পড়ে লেগেছে আমাদের কর্মসূচি বাস্তবায়ন যেন না হয়। কথা হচ্ছে যেখানে ক্যালেন্ডারের কাজ শুরুই হয়নি। সেখানে এমন সন্দেহ কেন? তা হলে কি প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন না বলে অযথা অন্যের ওপর আগাম দোষ দিতে চাচ্ছেন? ভুটানের কাছে হারের পর বাফুফে ও তাকে ঘিরে মিডিয়াতে অনেক সমালোচনা হয়েছে। সালাউদ্দিন বললেন, এটা হতেই পারে। ফুটবলারদের পারফরম্যান্সে আমিও হতাশ। কিন্তু কিছু মিডিয়া আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে। যা পুরোপুরি ভিত্তিহীন। এই অভিযোগের প্রমাণ দিতে হবে। তা না হলে আইনের আশ্রয় নেবেন বলে সালাউদ্দিন জানিয়েছেন।

সর্বশেষ খবর