বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাদেজা ম্যাজিকে উড়ে গেল ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

জাদেজা ম্যাজিকে উড়ে গেল ইংল্যান্ড

চেন্নাই টেস্টের শেষ দিনে ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনে ধস নামান ভারতের রবীন্দ্র জাদেজা —ইএসপিএন

ভারতের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে শচীন টেন্ডুলকারের টুইট, ‘চূড়ান্ত ফল ৪-০। অসাধারণ খেলেছ বন্ধুরা! কী দুর্দান্তভাবেই না সিরিজটা শেষ করলে তোমরা!’

মারকুটে ব্যাটসম্যান বিরেন্দর শেবাগের টুইট, ‘ইয়েস, ইয়েস, ইয়েস! জাদ্দু, কিছু লাড্ডু ইংল্যান্ডে পাঠিয়ে দাও। ইংলিশদের হারানো সব সময়ই অনেক বেশি মধুর। এরপর ইংল্যান্ডের মাটিতে তাদেরকে দেখিয়ে দেওয়া উচি’।’

ভারতের অধিনায়ক বিরাট কোহলির টুইট, ‘সত্যি সেলিব্রেশন করার দারুন একটা সময় এটি। সতীর্থদের নিয়ে আমি খুবই গর্বিত। আমরা কেবল মাত্র একটি দলই নই, আমরা একটি দারুন পরিবার।’

ভারতীয় দলপতি সবচেয়ে খাঁটি কথাটিই লিখেছেন! ক্রিকেটে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় পারফরম্যান্সটা অনেক বেশি প্রয়োজন। আর সেটাই হচ্ছে জয়ের মূলমন্ত্র।

ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে তাকালে ৫ ম্যাচের এই টেস্ট সিরিজের ৪-০ ব্যবধানের ফলকে অবিশ্বাস্যই মনে হবে। কেন না সিরিজে শীর্ষ ৫ রান সংগ্রাহক ব্যাটসম্যানের তালিকায় কিন্তু ৩ জনই ইংল্যান্ডের। আর শীর্ষ ৫ উইকেট শিকারী বোলারের মধ্যে ২জন ইংল্যান্ডের। তারপরেও কিনা সিরিজের ফল ইংল্যান্ড ৪-০ ব্যবধানে হেরে গেছে। শুধু কি তাই, এই চার ম্যাচের মধ্যে তারা কিনা দুই ম্যাচেই হেরেছে ইনিংস ব্যবধানে। টেস্ট ক্রিকেটে যে পরাজয়কে সবচেয়ে লজ্জার পরাজয় হিসেবে দেখা হয়।

সব শেষ ম্যাচের ম্যাচের দিকে তাকালে দেখা যায়, শেষ দিনে ইংল্যান্ডের হাতে ছিল ১০ উইকেট। ম্যাচ বাঁচানোর ব্যাপক সম্ভাবনা ছিল। অথচ এই ম্যাচে কিনা ভারত জিতে গেছে ইনিংস ও ৭৫ রানে। শেষ দিনে ভারতীয় স্পিনাররা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি। রবীন্দ্র জাদেজা একাই নিয়েছেন ৭ উইকেট।

তারপরেও এই জয় দলীয় সাফল্যের এক অনন্যা দৃষ্টান্ত হয়ে থাকবে। কোহলিদের সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। গতকাল ব্যবধানটা বাড়িয়ে নেওয়া সম্ভব হলো। আর শেষ ম্যাচে দারুন এই জয়ে গোটা ভারতে যেন উৎসবের ঢেউ লেগেছে। আসলে প্রতিপক্ষ ইংল্যান্ড বলেই ভারতীয়রা যেন কিছুটা বেশি আবেগী হয়ে পড়েছে।

ভারতের বিরুদ্ধে এই পরাজয়কে স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। জনি বেয়ারস্টো বলেছেন, ‘সত্যিই অসাধারণ খেলেছে ভারতীয় ক্রিকেটাররা। এই জয়ের কৃতিত্ব পুরোটাই তাদের।’ তবে সাবেক ইংলিশ ক্রিকেটাররা বেশ ক্ষুব্ধ এমন পরাজয়ে। হতাশায় নিমজ্জিত ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের টুইট, ‘এক ইনিংসে সাড়ের চারশর বেশি রান করার পরও এমন হারকে কিভাবে ব্যাখা করা যায়!’

উপমহাদেশের ফল নিয়ে আগেই একটা আন্দাজ করতে পেরেছিলেন ইংল্যান্ড দলের ক্রিকেটাররা। তাই এই হারে বর্তমান দলের সদস্যরা খুব একটা বিচলিত নন। তাই দলের বাজে ফলাফলে চিন্তিত না হয়ে বরং উপমহাদেশের আতিথীয়তায় স্বস্তি প্রকাশ করেছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড, ‘বাংলাদেশ ও ভারতকে ধন্যবাদ আমাদেরকে দারুন আতিথীয়তা দেওয়ার জন্য। সত্যি দারুন কিছু সময় কাটালাম উপমহাদেশে।’

৫ ম্যাচের টেস্ট সিরিজে শেষ। এবার ওয়ানডে মিশন শুরুর অপেক্ষা। তবে তার আগে বড় দিন উদযাপন করতে দেশে ফিরে যাবেন ইংলিশ ক্রিকেটাররা। এক মাস পর শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে রয়েছেন তিন ম্যাচের টি-২০ সিরিজও।

সর্বশেষ খবর