বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধু ভলিবল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে কাল

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু ভলিবল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে কাল

অপেক্ষার পালা শেষ। আগামীকাল থেকে ঢাকায় পর্দায় উঠছে বঙ্গবন্ধু এশিয়ান পুরুষ সিনিয়র সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবলের। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান নেপাল, মালদ্বীপ, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান, ভুটান ও তাজিকিস্তান আসরে অংশ নেবে। ২৮ ডিসেম্বর পর্যন্ত মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আসর চলবে। এত অধিক সংখ্যক দেশের অংশগ্রহণে বাংলাদেশে ভলিবলের আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়নি। তাই আসরকে ঘিরে ক্রীড়ামোদীদের আগ্রহও সৃষ্টি হয়েছে।

ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল জানান, বৃহস্পতিবার বঙ্গবন্ধু ভলিবল চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। অংশগ্রহণকারী দলগুলো ঢাকায় এসে গেছে। তবে আফগানিস্তান দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালেও এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের খেলোয়াড়দের ঢাকা শহরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ভিসা জটিলতার কারণে এমন হয়েছে বলে বাবুল জানান। বাংলাদেশ উদ্বোধনী ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

সর্বশেষ খবর