বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মেসি পাবেন সর্বোচ্চ পারিশ্রমিক!

ক্রীড়া ডেস্ক

নেইমার আর লুইস সুয়ারেজের সঙ্গে নতুন চুক্তির পর বার্সেলোনার সামনে বাকি আছে কেবল মেসির সঙ্গে চুক্তির নবায়ন। আজ-কাল করে বেশ কয়েকটা দিন পার হলেও এখনো দুই পক্ষে আলোচনা শুরু হয়নি। তবে খুব শিগগিরই নাকি মেসির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে বার্সেলোনা। আর নতুন চুক্তিটা হলেই মেসিই হতে যাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে চুক্তির ফলে বর্তমানে সপ্তাহে ৪ লাখ ৩০ হাজার পাউন্ড পেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। মেসির সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তি শেষ হবে ২০১৮ সালের জুনে। কিছুদিন ধরে নতুন চুক্তি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা শুরুর কথা শোনা যাচ্ছে। মঙ্গলবার ২০১৬ সালে ক্লাবের কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে মেসির চুক্তির সঙ্গে পারিশ্রমিক নিয়েও কথা বলেন বার্সেলোনা প্রেসিডেন্ট বার্তোমিউ। তিনি বলেন, ‘আমি আসলে টাকার অঙ্কটা নিয়ে কথা বলতে চাই না। যেহেতু সে বিশ্বসেরা খেলোয়াড়, সেহেতু সব দিক থেকে তাকে বিশ্বসেরা হওয়া উচিত, এমনকি আর্থিক দিক থেকেও।’ দুপক্ষের মধ্যে আলোচনা শুরু না হলেও বার্তোমিউ জানান চুক্তিটা হয়ে যাবে তাড়াতাড়িই। মেসি বার্সেলোনাতে থেকে যাবেন বলেও আশাবাদ জানান সভাপতি। বার্তোমিউ বলেন, ‘বার্সেলোনার খেলোয়াড় হিসেবে মেসি ক্যারিয়ার শেষ করুক, এটাই আমরা চাইব। আশা করি, কিছুদিনের মধ্যে আমরা এটা জানাতে পারব। কেননা, আমি মনে করি, বার্সেলোনা এটা চায়, মেসিও এটা চায়।’ বার্তোমিউর মতে, মেসিই বর্তমান বিশ্বের সেরা ফুটবলার। আর ক্লাব হিসেবে বার্সেলোনাও সেরা।

সর্বশেষ খবর