শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

তুরানের হ্যাটট্রিকে শেষ ষোলোতে বার্সা

ক্রীড়া ডেস্ক

তুরানের হ্যাটট্রিকে শেষ ষোলোতে বার্সা

বার্সেলোনা মাঠে নেমেছিল তিন তারকা মেসি, নেইমার ও সুয়ারেজকে ছাড়া। বিশ্রাম দিয়েছিল মার্ক আন্দ্রে টের স্টাগান, আন্দ্রেস ইনিয়েস্তাদের। তারপরও লিগের ম্যাচে এস্পানিওলকে ৪-১ গোলে হারানোর আত্মবিশ্বাস নিয়ে দলটি খেলতে নামে ন্যু ক্যাম্পে। তবে প্রথম গোলের জন্য দলটিকে অপেক্ষা করতে হয় ৩৭ মিনিট পর্যন্ত। স্বাগতিকদের এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার দিনিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকায়নি বার্সেলোনা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল সংখ্যা দ্বিগুণ করেন রাকিতিচ। এরকুলেসের ডিফেন্ডার ফার্নান্দো রোমান ডি বক্সে ফাউল করেন তুরানকে। রেফারি পেনাল্টি দেন এবং তাতে গোল করেন রাকিতিচ। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে নড়েচড়ে বসে সফরকারীরা। আক্রমণাত্মক ফুটবল খেলতে নেমে উল্টো গোল খেতে শুরু করে। রাফিনিয়া জোরালো শটে গোল সংখ্যা তিনে উন্নীত করেন। তিন গোলে এগিয়ে যাওয়ার পাঁচ মিনিট পর ফের গোল করে স্বাগতিকরা। অ্যালেশ ভিদালের নিখুঁত ক্রসে হেডে নিজের প্রথম গোল করেন তুরান। এরপর বার্সার জার্সি গায়ে চড়িয়ে প্রথম গোল করেন স্প্যানিশ জাতীয় দলের স্ট্রাইকার আলকাস। ৮৬ মিনিটে ফের গোলের সুযোগ সৃষ্টি করেন আলকাস। কিন্তু এরকুলেসের গোলরক্ষকের দৃঢ়তায় গোল হয়নি। কিন্তু ফিরতি বলে নিজের দ্বিতীয় ও ম্যাচের ষষ্ঠ গোলটি করেন তুরান। ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময়ের এক মিনিট আগে হ্যাটট্রিক পূরণ করেন তুরান(৭-০)। সেরা ১৬-তে বার্সার প্রতিপক্ষ জানা যাবে আজ।

সর্বশেষ খবর