শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নেপালকে হারিয়ে জাবিরদের প্রতিশোধ

ক্রীড়া প্রতিবেদক

নেপালকে হারিয়ে জাবিরদের প্রতিশোধ

টুর্নামেন্ট শুরুর আগেই ফাইনাল খেলার টার্গেটের কথা জানিয়েছেন বাংলাদেশ ভলিবল দলের অধিনায়ক সাঈদ আল জাবির। স্বপ্ন পূরণ হবে কিনা, পরিষ্কার নয় এখনো। তবে টানা দুই ম্যাচ জিতে অনেকটা পথ পাড়ি দিয়েছে দলটি। বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল আফগানিস্তানকে হারিয়ে। গতকাল মিরপুর সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে নেপালকে হারাল আরও সহজে ৩-০ সেটে। একই সঙ্গে প্রতিশোধ নিল গত আসরের হারের। গতবার নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। একই দিন মধ্য এশিয়ার দল কিরগিজস্তান ৩-১ সেটে হারিয়েছে আফগানিস্তানকে।

?আফগানিস্তানকে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে গতকাল খেলতে নামেন জাবিররা। ব্যবধান সহজ হলেও হাড্ডাহাড্ডি লড়াই করেছে নেপাল। সমানতালে লড়াইয়ের পরও বাংলাদেশ প্রথম দুই সেট জিতে নেয় ২৫-২১ ও ২৫-২০ ব্যবধানে। ফলে আর ঘুরে দাঁড়াতে পারেনি নেপাল। তবে শেষ সেটটি ছিল আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একপর্যায়ে বাংলাদেশ পিছিয়ে ছিল ১৭-১৯ পয়েন্টে। পরে জাবির, সোহেলরা ঘরে দাঁড়িয়ে ২১-২১ করে এবং শেষ পর্যন্ত ২৫-২৩ পয়েন্টে জিতে নেয়। গত বছরের হারের প্রতিশোধ নিয়ে উত্ফুল্ল বাংলাদেশ দলের অধিনায়ক জাবির বলেন, ‘নেপাল খুব ভালো দল। গতবার হেরেছিলাম। সাউথ এশিয়ান গেমসে দুই সেটে এগিয়ে থেকেও পরে হেরেছিলাম। দুই দুটি হারের জন্য আমরা হতাশ হয়েছিলাম। তবে আমাদের ইরানি কোচ আল পোরুজি উৎসাহ দিয়েছেন। আত্মবিশ্বাস জুগিয়েছেন। আমরা জিতব— এমন বিশ্বাস ও শক্তি নিয়েই খেলেছি।’ আগামীকাল কিরগিজস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ বাংলাদেশের। এরপর মালদ্বীপ। ফাইনাল খেলার আশা কথা বললেও দুটি দলকেই শক্তিশালী বলেন অধিনায়ক, ‘কিরগিজস্তান ও মালদ্বীপ শক্তিশালী দল। তবে আমাদের চেষ্টা থাকবে ফাইনাল খেলার।’

সর্বশেষ খবর