শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কোহলিকে দলে না রাখায় ক্ষোভ

ক্রীড়া প্রতিবেদক

কোহলিকে দলে না রাখায় ক্ষোভ

অ্যালিস্টার কুকের নেতৃত্বে বাংলাদেশে এসে টেস্ট সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। ভারতে গিয়ে তো রীতিমতো ভরাডুবি। ৪-০ ব্যবধানে সিরিজে হেরে কুকের ক্যাপ্টেন্সি যখন যায় যায় অবস্থা এমন সময় কিনা আইসিসি বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক বানিয়ে দিয়েছে কুককে। অথচ যে বিরাট কোহলির জন্য ভারতের মাটিতে ইংল্যান্ডের অবস্থা নাকাল হয়ে গেল সেই তারকা ক্রিকেটার কিনা বর্ষসেরা টেস্ট দলে সুযোগই পাননি। আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে কুকের নাম দেখে অবাক খোদ ইংলিশ মিডিয়াই। এদিকে কোহলিকে টেস্ট একাদশে না রাখায় ক্ষোভে ফুসছেন ভারতীয় সমর্থকরা। ইংলিশ সাংবাদিক পিয়ার্স মরগান টুইটারে লিখেছেন, ‘সেরা টেস্ট দলে কোহলি নেই, আর আটটা টেস্ট হেরেও কুক ক্যাপ্টেন। কী হাস্যকর বিষয়!’ শুধু কি তাই, বর্ষসেরা টেস্ট দলে চার ইংলিশ ক্রিকেটারের জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছে ইংলিশ মিডিয়া। শুধু তাই নয়, বর্তমানে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে দ্বাদশ ক্রিকেটার হিসেবে বেছে নেওয়ার বিষয়টি নিয়েও সমালোচনা হচ্ছে। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই বর্ষসেরা টেস্ট দল গঠন করা হয়েছে। ওই সময়েই বাছাই করেছিলেন রাহুল দ্রাবিড়, গ্যারি কারস্টেন ও কুমার সাঙ্গাকারার এক প্যানেল। কিন্তু ফলটা একটু  দেরিতে প্রকাশ করেছে আইসিসি। যে কারণেই এই হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।

সর্বশেষ খবর