রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সেই প্রশ্নবিদ্ধ ম্যাচ

অবশেষে মুখ খুললেন সালাম মুর্শেদী

ক্রীড়া প্রতিবেদক

সেই প্রশ্নবিদ্ধ ম্যাচ

ঢাকা আবাহনী ও শেখ জামাল ম্যাচ ঘিরে পাতানোর অভিযোগ উঠেছে। ম্যাচে ২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ইনজুরি টাইমে শেষ ১ মিনিটে নাবিব নেওয়াজ জীবন ২ গোল করলে আবাহনী নাটকীয়ভাবে ৩-২ গোলে জিতে যায়। যত সন্দেহ জীবনের ২ গোল ঘিরেই। যাকে এবারে মাঠেই দেখা যায়নি, শেখ জামালের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তে মাঠে নেমে ২ গোল করলেন কীভাবে? অনেকে বলছেন ফুটবলে এমন ঘটতে পারে। ইউরোপ ফুটবলের উদাহরণও টানা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ইউরোপ লিগের মান কি এক? দেখা যাচ্ছে ৯০ মিনিটের লড়াইয়ে ফাঁকা নেট পেয়েও গোল করতে পারছেন না দেশের নামি-দামি তারকারা। সেখানে প্রায় পুরো মৌসুম সাইড লাইনে বসে থাকা জীবন এত সহজভাবে দুই গোল করলেন কীভাবে? শীর্ষের স্থান ধরে রাখতে ঢাকা আবাহনীর এই ম্যাচে জয়টা জরুরি ছিল। হারলে চট্টগ্রাম আবাহনীর সমান স্থানে থাকত ঢাকা আবাহনী। এই জন্য কী সমঝোতা করে আকাশি-নীলরা পুরো পয়েন্ট পেল? শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ও ঢাকা আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত দাশ রুপু দৃঢ়ভাবে বলেছেন ম্যাচটি পাতানো ছিল না। স্বার্থন্বেষী এক মহল মিথ্যার আশ্রয় নিয়ে তাদের ক্লাবের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে। অস্বীকার করা হচ্ছে। কিন্তু শেখ জামালের দুই বিদেশি ফুটবলার অভিযোগ তুলেছেন মাঠে থেকেই চুন্নু আবাহনীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাতানো ম্যাচ নিয়ে এর আগেও অভিযোগ উঠেছিল। কিন্তু এই প্রথম ফুটবলাররা নিজ দলের কর্মকর্তার বিরুদ্ধে ম্যাচ ছাড়ার অভিযোগ তুললেন। এটাও শোনা যাচ্ছে একটি ক্লাব শেখ জামালের দুই বিদেশিকে ম্যাচ জেতার জন্য মোটা অঙ্কের অফার দিয়েছিল। এখন ম্যাচ হারায় সেই অর্থ হাত ছাড়া হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা মিথ্যার আশ্রয় নিচ্ছেন। যেটাই হোক ম্যাচটি ঘিরে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, মিডিয়ায় যখন অভিযোগ উঠেছে অবশ্যই ম্যাচটির তদন্ত হবে। যার এই বিষয়ে কথা বলা উচিত ছিল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী নীরব ছিলেন। গতকাল তিনি মুখ খুললেন, বললেন মিডিয়াতেই শুধু অভিযোগ উঠেছে। সেদিনের ম্যাচটি যে পাতানো ছিল এই অভিযোগ কোনো ক্লাব থেকে করা হয়নি। এমনকি ম্যাচ কমিশনার সন্দেহজনক কোনো রিপোর্ট জমা দেননি। তাহলে ম্যাচটি পাতানো ছিল কিনা তা নিয়ে কোনো তদন্ত হবে না। মিডিয়ায় যখন অভিযোগ উঠেছে অবশ্যই তা আমরা গুরুত্বসহকারে দেখছি।

সর্বশেষ খবর