রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুপার কাপ এসি মিলানের

ক্রীড়া ডেস্ক

সুপার কাপ এসি মিলানের

জুভেন্টাসের সঙ্গে ১-১ ব্যবধানে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ইতালিয়ান সুপার কাপ নিজেদের করে নিল এসি মিলান। শুক্রবার রাতে চিয়েল্লিনির ১৮তম মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্টাসই। তবে ইতালিয়ান সিরি এ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচের শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রাখতে পারেনি। প্রথমার্ধেই সমতায় ফিরে এসি মিলান। জিয়াকমোর গোলে ম্যাচের ৩৮তম মিনিটে ব্যবধান সমান করে নেয় এসি মিলান। এই ব্যবধান আর কেউই বাড়াতে পারেনি অতিরিক্ত ৩০ মিনিট খেলেও। টাইব্রেকারে বুফনরা আর পারেনি চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে। এই জয়ের মধ্য দিয়েই এসি মিলান ইতালিয়ান সুপার কাপ জয়ে জুভেন্টাসকে স্পর্শ করল। দুই দলের দখলেই এখন ৭টি করে ইতালিয়ান সুপার কাপ ট্রফি রয়েছে। এসি মিলান ২০১১ সালের পর প্রথমবারের মতো এই ট্রফি জিতল। আর জুভেন্টাসের বিপক্ষে দারুণ একটা প্রতিশোধও নেওয়া হলো এসি মিলানের। গত মৌসুমে ইতালিয়ান কাপের ফাইনালে জুভেন্টাসের কাছে হেরেই শিরোপাবঞ্চিত হয়েছিল এসি মিলান।

সর্বশেষ খবর