রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আজ শেখ রাসেলের প্রতিপক্ষ আরামবাগ

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেল ক্রীড়াচক্র আজ মাঠে নামছে। জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে আরামবাগ ক্রীড়া সংঘ। বিকাল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ২০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের অবস্থান এখন সাতে। সমান সংখ্যক ম্যাচে আরামবাগ ২৩ পয়েন্টে অবস্থান করছে আটে। প্রথম পর্বে টানা ম্যাচে পয়েন্ট নষ্ট করায় শিরোপার সম্ভাবনা শেষ হয়ে যায়। পরবর্তী ও লিগের শেষ ম্যাচ শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে। দুই ম্যাচে জয় পেলে চারে ওঠার সম্ভাবনা রয়েছে। নামি-দামি তারকাদের নিয়ে দল গড়লেও রাসেলের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। গতবার শক্তিশালী দল গড়ে চ্যাম্পিয়ন না হলেও রানার্সআপ হয়েছিল। এবার অবস্থান নিচে নামছে। তবে প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে শেখ রাসেলের পারফরম্যান্সের উন্নতি ঘটে। উত্তর বারিধারা ছাড়া কোনো দলের কাছে হার মানেনি। কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘লিগের বাকি দুই ম্যাচে আমরা জিততে চাই। সেই সামর্থ্য আমাদের রয়েছে। তারপরও আরামবাগকে হালকা চোখে দেখছি না আমরা। ওরা শক্তিশালী দল। ফেডারেশন কাপে রানার্সআপ হয়েছে। লিগেও বড় দলের পয়েন্ট নষ্ট করেছে। জিততে হলে সব পজিশনে ভালো খেলতে হবে।’

সর্বশেষ খবর