বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সেরেনার ইতিহাস, জকোভিচ-মারে দ্বৈরথ

ফিরে দেখা ২০১৬ আন্তর্জাতিক টেনিস

রাশেদুর রহমান

সেরেনার ইতিহাস, জকোভিচ-মারে দ্বৈরথ

দিন কয়েক আগে সেরেনা উইলিয়ামস অভিযোগ করেছেন, তিনি পুরুষ অথবা শেতাঙ্গ হলে নাকি সর্বকালের সেরার খেতাব জুটে যেত এরই মধ্যে। যুক্তিসঙ্গত কথাই বলেছেন সেরেনা উইলিয়ামস। এ বছর অল ইংল্যান্ড টেনিস ক্লাবে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে হারিয়ে উইম্বলডন জিতে ইতিহাস গড়েছেন তিনি। ২২টি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতে স্পর্শ করেছেন স্টেফিগ্রাফের রেকর্ড। ওপেন যুগে সর্বোচ্চ সংখ্যক গ্র্যান্ডস্লাম জয়ীর তালিকায় এখন দুজন সমান্তরালে। সর্বকালের সেরা হতেও মাত্র আর দুটি গ্র্যান্ডস্লাম প্রয়োজন সেরেনার। সামনে কেবল মার্গারেট কোর্ট (২৪টি গ্র্যান্ডস্লাম জয়ী)।

বছরের অনেকটা সময় ইনজুরির কারণে কোর্টের বাইরে থাকলেও সেরেনাই মেয়েদের টেনিসে বছরের সেরা তারকা। তবে এ বছর সবাইকে চমকে দিয়েছেন অ্যাঞ্জেলিক কারবার। অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনা উইলিয়ামসকে হারিয়েই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেন তিনি। কেবল তাই নয়, বছরের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনও জয় করেন অ্যাঞ্জেলিক কারবার। তবে রিও অলিম্পিকে সবাইকে বিস্মিত করেন পুয়েতো রিকোর অখ্যাত মনিকা পুইগ। তিনি অ্যাঞ্জেলিক কারবারকে হারিয়ে জয় করেন সোনার পদক। মেয়েদের টেনিসে এসব ছাড়াও বছরজুড়ে আলোচনায় ছিলেন মারিয়া শারাপোভা। ডোপ পাপ করায় তাকে নিষিদ্ধ করা হয়। তবে তিনি না জেনে ডোপ নেওয়ায় তার শাস্তি কিছুটা কমিয়ে দেওয়া হয়। দুই বছর থেকে কমিয়ে ১৫ মাস করা হয় তার নিষেধাজ্ঞার সময়। আগামী বছরই তিনি কোর্টে ফিরতে পারবেন। পুরুষদের টেনিসে বছরের শুরুতেই রজার ফেদেরার নিজেকে কোর্ট থেকে সরিয়ে নেন। রাফায়েল নাদাল ইনজুরি থেকে ফিরলেও ফর্মে ছিলেন না। এ কারণে আরও একটা নোভাক জকোভিচময় বছর দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে বছরটা কেবল নোভাক জকোভিচের হতে দেননি। অস্ট্রেলিয়ান ওপেন আর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জকোভিচের কাছে পরাজিত হলেও অ্যান্ডি মারে জয় করেন উইম্বলডন, অলিম্পিক সোনা এবং এলিটদের টুর্নামেন্ট ট্যুর ফাইনাল। জকোভিচ-মারে দ্বৈরথ এ বছর ভালোই উন্মাদনা জুুগিয়েছে ভক্তদের। তবে মারে ছাড়িয়ে গেছেন সবাইকে। পুরুষদের টেনিসে ওপেন যুগে একমাত্র তারকা হিসেবে দুটি অলিম্পিক সোনা জিতেছেন অ্যান্ডি মারে। অবশ্য সর্বকালের সেরা হতে তাকে আরও একটা সোনা জিততে হবে অলিম্পিকে। ব্রিটিশ তারকা রেজিনাল্ড দোহার্তি ৩টি সোনা জিতে সবার উপরে অবস্থান করছেন। পুরুষদের টেনিসে ভালো সময় কাটিয়েছেন সুইস তারকা স্ট্যান ওয়াওরিঙ্কাও। বছরের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনে নোভাক জকোভিচকে হারিয়ে শিরোপা জিতেছেন এ সুইস তারকা। আরও একটা নতুন বছর শুরু হতে যাচ্ছে। সেরেনা উইলিয়ামসের পড়ন্ত বেলায় অ্যাঞ্জেলিক কারবার দখল করেছেন শীর্ষস্থান। তিনিই হতে যাচ্ছেন নতুন বছরের সেরা তারকা! পুরুষ টেনিসে কী নিজেকে শীর্ষস্থানে ধরে রাখতে পারবেন অ্যান্ডি মারে! এসব বিস্ময়মাখা প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।

সর্বশেষ খবর