বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুশফিকের মাঠে নামা অনিশ্চিত!

ক্রীড়া প্রতিবেদক

মুশফিকের মাঠে নামা অনিশ্চিত!

নেলসন থেকে ফোনে টাইগারদের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, ‘মুশফিকুর রহিম হাঁটছেন। তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে।’ মিডিয়া ম্যানেজারের কথা শুনে একেবারে নিরাশ হওয়ার চেয়ে টানেলের শেষ প্রান্তে আলো দেখার মতো একটু আশাবাদী হওয়াই যায়! তারপরও হ্যামস্ট্রিংয়ের টান বলে আবার ভয়ও হয়। সেই ভয়টাই পাচ্ছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। আজ স্ক্যান করা হবে টাইগারদের টেস্ট অধিনায়কের। রিপোর্ট পাওয়ার পর পরিষ্কার হবে নেলসনে সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন কি না মুশফিক? তবে টেস্ট অধিনায়কের বর্তমানে যে শারীরিক কন্ডিশন, তাতে অনেকটাই নিশ্চিত আগামীকালের দ্বিতীয় ওয়ানডেতে খেলা হচ্ছে না তার। এক্ষেত্রে নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে। কিংবা ইমরুল কায়েসকে উইকেটের পেছনে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

হ্যাগলি ওভালে দুই রানের দ্বিতীয়টি নিতে যেয়ে ড্রাইভ দেন মুশফিক। তখনই টান পড়ে। ওই টান নিয়ে পরের বলে আবার সিঙ্গেল নেন। তখনই হ্যামস্ট্রিংয়ের টান মারাত্মক আকার ধারণ করে। ফলে ৩৮.৩ ওভারে অনেকটাই বাধ্য হয়ে ফিরে যান সাজঘরে। তখন টাইগারদের টেস্ট অধিনায়ক ব্যাট করছিলেন ৪২ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজুর রহমান যখন আউট হন, তখন স্কোর বোর্ডে লেখা বাংলাদেশ ২৬৪/৯, ৪৪.৫ ওভার। অর্থাত্ তখনো ৫.১ ওভার বা ৩১ বল বাকি ছিল। কিন্তু ইনজুরি এতটাই মারাত্মক ছিল যে, মাঠে নামতে পারেননি মুশফিক। হ্যামস্ট্রিংয়ের টান নিয়েই মুশফিক ক্রাইস্টচার্চ থেকে উড়ে আসেন নেলসনে। গতকাল রাবিদ আরও বলেন, ‘আগামীকাল (আজ) স্ক্যান করা হবে মুশফিকের পায়ে। এখন সেখানে বরফ চিকিত্সা চলছে। যদি সমস্যা থাকে, তাহলে স্ক্যান করার পরই বুঝা যাবে।’ মিডিয়া ম্যানেজারে কথায় যেমনি আশ্বাস রয়েছে তেমনি হতাশ হওয়ার মতো অবস্থাও রয়েছে।

সর্বশেষ খবর