বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রকিবুলের শতকে ঢাকার দাপট

ক্রীড়া প্রতিবেদক

রকিবুলের শতকে ঢাকার দাপট

জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিনে গতকাল সেঞ্চুরি করেছেন রকিবুল হাসান। সেঞ্চুরির পথে রয়েছেন সাইফ হাসানও। ৮৯ রানে অপরাজিত রয়েছেন। দুই ব্যাটসম্যানের ১৮০ রানের জুটিতে খুলনার বিরুদ্ধে ৪ উইকেটে ৩০৩ রান করেছে ঢাকা বিভাগ। বিকেএসপির মাঠে বরিশাল বিভাগের বিরুদ্ধে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান করেছে ঢাকা মেট্রো। রাজশাহী বিভাগের বিরুদ্ধে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম ৮ উইকেট হারিয়ে করেছেন ২৭৭ রান। সিলেট স্টেডিয়ামে রংপুর বিভাগের বিরুদ্ধে সিলেট বিভাগ করেছেন ২০৩ রান। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ঢাকা বিভাগ। শুরু থেকেই খুলনা বিভাগের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন ঢাকার ব্যাটসম্যানরা। ওপেনিং জুটিতেই আসে ৬৯ রান। তবে রকিবুল-সাইফ জুটিই ঢাকাকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। রকিবুল ১১১ রানে আউট হয়ে যান। ইনিংসে ১৩টি বাউন্ডারি ছাড়াও একটি বিশাল ছক্কা হাঁকান রকিবুল। সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে রয়েছেন সাইফ। আজ সকালে তার সেঞ্চুরি পূরণ হয়ে যেতে পারে। ঢাকা বিভাগের মতো ঢাকা মেট্রোর জন্য দিন খুব ভালো ছিল না। তবে দিনের শুরুটা খুবই ভালো ছিল মেট্রোর। বরিশালের বিরুদ্ধে ব্যাট করতে নেমে তাদের দুই ওপেনার মিলে করেছেন ৮১ রানের জুটি। এরপর নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। দিন শেষে ২৫৫ রান করতেই হারাতে হয়েছে ৭ ব্যাটসম্যানকে। সর্বোচ্চ ৫৬ রান এসেছে বিপিএলের বড় তারকা মেহেদী মারুফের ব্যাট থেকে। এছাড়া মেহেরাব হোসেন জুনিয়র করেছে অপরাজিত ৪৮ রান। খুলনার বোলার মনির হোসেন নিয়েছেন তিন উইকেট। দুই উইকেট নিয়েছেন সালমান।

সর্বশেষ খবর