শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শেষ ম্যাচেও রেফারির শিকার শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

শেষ ম্যাচেও রেফারির শিকার শেখ রাসেল

এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি শেখ রাসেল

লিগ জেতার স্বপ্ন নিয়ে দল গড়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। কিন্তু ভাগ্য সহায় ছিল না। ফলে শিরোপার স্বাদ নেওয়া হয়নি দলটির। তার ওপর শুরুতে পারফরম্যান্স ছিল হতাশাজনক। মারুফকে পাল্টে শফিকুল ইসলাম মানিকের হাতে কোচিংয়ের দায়িত্ব তুলে দেওয়ার পরপরই বদলে যেতে থাকে শেখ রাসেলের চিত্র। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায়। শিরোপাজয়ী ঢাকা আবাহনীর সঙ্গে দুই দুবার পয়েন্ট ভাগাভাগি করে নেয়। বিশেষ করে দ্বিতীয়  রাউন্ডে শেখ রাসেলের পারফরম্যান্স ছিল নজরকাড়া। দুটি মাত্র ম্যাচে হেরেছে উত্তর বারিধারা ও আরামবাগের কাছে। হারিয়েছে রহমতগঞ্জ, ফেনিসকার, মুক্তিযোদ্ধা, ঢাকা মোহামেডানকে। প্রথম পর্বে গত আসরের চ্যাম্পিয়ন শেখ জামালকে হারিয়েছিল। গতকাল দলটির সঙ্গে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করেছে শেষ মিনিটে। এই ড্রয়েই বছর শেষ হয়েছে দলটির। ২২ ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ৬ জয়ে ২৫। জিতলে আরামবাগকে টপকে সাত নম্বরে যাওয়ার সুযোগ ছিল। গত আসরের চ্যাম্পিয়ন শেখ জামালের সঙ্গে ড্র করে ৮ নম্বরে থেকেই লিগ শেষ করেছে দলটি। শেখ জামালের পয়েন্ট সমান ম্যাচে ৩২। যদি শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন জিতে যায়, তাহলে শেখ জামালকে টপকে জায়গা নিবে তিন নম্বরে। চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর পয়েন্ট ২১ ম্যাচে ৪৯ এবং চট্টগ্রাম আবাহনীর ২১ ম্যাচে ৪৪। শীতের রাতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শেখ রাসেল। ১৭ মিনিটে এগিয়ে যায়। মধ্যমাঠ থেকে লম্বা ক্রস ধরেই ভিতরে ঢুকে পড়েন আলমগীর কবির রানা। শেখ জামালের আগুয়ান গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলকে পাশ কাটিয়ে আনন্দ-উচ্ছ্বাসে ভাসান শেখ রাসেলকে (১-০)। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর শেখ জামাল গোল শোধের চেষ্টা চালায়। অবশেষে রেফারির সহায়তায় গোলের দেখা পায় শেখ জামাল। ল্যান্ডিং যখন গোলটি করেন, তখন অতিরিক্ত সময়ও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু রেফারি ভারতগৌর খেলা চালিয়ে যাওয়ায় সমতায় ফিরে শেখ জামাল।

সর্বশেষ খবর