শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মৃত্যুর সঙ্গে লড়ছেন ক্রিকেটার রবিউল

ক্রীড়া প্রতিবেদক

মৃত্যুর সঙ্গে লড়ছেন ক্রিকেটার রবিউল

হতে পারতেন মাশরাফি-সাকিবদের মতো তারকা ক্রিকেটার। কিন্তু এখন তাকে ব্যাট-বল ছেড়ে মৃত্যুর সঙ্গে লড়তে হচ্ছে। ২৪ বছরের উদীয়মান ক্রিকেটার মো. রবিউল আলম রবি। কুমিল্লা জেলা দলের হয়ে তিনি নিয়মিত খেলতেন। লালমাই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমীর সদস্য। গত তিন বছর কুমিল্লা প্রিমিয়ার লিগের পাশাপাশি জাতীয় চ্যাম্পিয়নশিপে দর্শকদের নজর কেড়েছেন রবিউল। পেস বোলিংয়ে দক্ষতার পরিচয় দেওয়ায় অনেকে তাকে কুমিল্লা এক্সপ্রেস বলেই ডাকতেন। রবিউলের আশা ছিল গায়ে স্বপ্নের লাল-সবুজের জাতীয় দলের জার্সি চড়াবেন। কিন্তু এই স্বপ্ন পূরণ হবে কি তার? তিন মাস আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন রবিউল। ডাক্তারি পরীক্ষায় জানা যায়, তার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। কোনো লুকোচুরির আশ্রয় না নিয়ে চিকিৎসকরা জানিয়ে দেন রবিউলকে বাঁচাতে হলে অন্তত ১টি কিডনি প্রতিস্থাপন এবং চিকিৎসার খরচের জন্য কম করে হলেও ৩০ লাখ টাকার প্রয়োজন পড়বে। গরিবের সন্তানের পক্ষে এত টাকা ব্যয় করা কোনোভাবেই সম্ভব নয়। ইতিমধ্যে তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারিবারিক জায়গা বিক্রি করতে হয়েছে। শ্যামলীর সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে শুয়ে রবিউল অসহায় চেহারায় বললেন, এখন তো পারছি না। তাই বাধ্য হয়ে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছি। রবিউলকে যদি কেউ সহযোগিতা করতে চান সে জন্য তার আপন ভাই জাহাঙ্গীর আলমের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হলো। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ঝাউতলা শাখা, কুমিল্লায় যে কেউ অর্থ পাঠাতে পারেন। এ/সি নম্বর ১৯৪১০১০০৮১২৩১।

সর্বশেষ খবর