শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুই বছরের চুক্তিতে চীনে তেভেজ

ক্রীড়া ডেস্ক

দুই বছরের চুক্তিতে চীনে তেভেজ

গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কদিন ধরেই। কার্লোস তেভেজ বোকা জুনিয়র্স থেকে বিপুল অর্থের বিনিময়ে যোগ দিচ্ছেন চীনা ক্লাব সাংহাই শেনহুয়াতে। গুঞ্জনটা অবশেষে সত্যি হলো। গতকাল ক্লাবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে। এ চুক্তির ফলে দুই বছর সাংহাই শেনহুয়াতে খেলবেন কার্লোস তেভেজ। সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্লাবের অফিসিয়াল অ্যাকাউন্টে জানানো হয়েছে, ‘ক্লাব অপেক্ষায় আছে, তেভেজ শেনহুয়ার আক্রমণ ভাগে দারুণ কিছু করে দেখাবে। ভক্তদের উপহার দেবেন অসাধারণ ফুটবল।’ শেনহুয়া এরই মধ্যে কার্লোস তেভেজকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে একজন অসাধারণ স্ট্রাইকার হিসেবে ঘোষণা করেছে। বোকা জুনিয়র্স থেকে ৮৪ মিলিয়ন ডলারে (প্রায় ৬৬০ কোটি টাকা!) সাংহাই শেনহুয়াতে আসছেন কার্লোস তেভেজ। আগের তুলনায় প্রায় বিশ গুণ বেশি অর্থ পাবেন তিনি এখানে। চীনা ফুটবলে এখন টাকার খেলা চলছে। বিশ্বের বিখ্যাত তারকাদের টাকার টোপ ফেলে চীনে নিয়ে আসার প্রতিযোগিতা করছে ক্লাবগুলো। এখানে এরই মধ্যে আনেলকা, দিদিয়ের দ্রগবাদের মতো তারকা ফুটবলাররা খেলেছেন।

সর্বশেষ খবর