শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আবাহনী অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী অপরাজিত চ্যাম্পিয়ন

পেশাদার লিগে পঞ্চম শিরোপা জয়ী ঢাকা আবাহনী —বাংলাদেশ প্রতিদিন

জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো ঢাকা আবাহনী লিমিটেড। ২২ ম্যাচের ১৫টিতেই জয় পেয়েছে আকাশি নীল জার্সিধারীরা। ড্র করেছে ৭টিতে। এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করা আবাহনী লিমিটেড গতকাল শেষটাও করল দারুণভাবে। রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত থাকল ঐতিহ্যবাহী ক্লাবটি। গতকাল নিজেদের শেষ ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল ঢাকা আবাহনী। ম্যাচের ২২তম মিনিটেই রহমতগঞ্জের সিয়ো গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে পিছিয়ে থেকেই শেষ করে আবাহনী। তবে দ্বিতীয়ার্ধেই জ্বলে উঠে জর্জ কোটানের শিষ্যরা। ম্যাচের ৪৯তম মিনিটে জীবনের গোলে সমতায় ফিরে চ্যাম্পিয়নরা। ৬০তম মিনিটে জীবনের গোলেই এগিয়ে যায় ঢাকা আবাহনী। এরপর ম্যাচের শেষ মুহূর্তে গোল করে জয়ের ব্যবধান বাড়ান ডেভিড। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পঞ্চম শিরোপা (২০০৬-০৭, ২০০৮, ২০০৯, ২০১১-১২ ও ২০১৫-১৬) জেতা আবাহনী প্রথম লেগে রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়েছিল। দ্বিতীয় লেগেও জয়ের ব্যবধানটা ঠিক রাখল চ্যাম্পিয়নরা। এ জয়ে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করে অপরাজিত থেকেই চ্যাম্পিয়নের শিরোপা হাতে নিল আবাহনী লিমিটেড।

চট্টগ্রাম আবাহনী এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। শেষ ম্যাচ জিতলেও তারা স্পর্শ করতে পারবে না ঢাকা আবাহনীকে। শেখ জামাল ৩২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে।  অবাক করা বিষয় হলো এবার আবাহনী চ্যাম্পিয়ন হলেও শেখ রাসেলকে কোনো লেগেই হারাতে পারেনি। দুই লেগেই শেখ রাসেলের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়নরা। রানার্স আপ চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

সর্বশেষ খবর