শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইনিংস ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক

চার দিনে দুই দলের একটি করে ইনিংস শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া-পাকিস্তান দ্বিতীয় টেস্ট ড্র হওয়াটাই ছিল স্বাভাবিক। অনেকে ধরেই নিয়েছিল ফলাফলটা। কিন্তু পঞ্চম দিনে মিচেল স্টার্কের অসাধারণ বোলিং পাকিস্তানের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দিয়ে এক অসাধারণ জয় উপহার দেয় অস্ট্রেলিয়াকে। গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি ইনিংস ও ১৮ রানে হেরে যায় পাকিস্তান। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিক অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা সর্বোচ্চ পাঁচ টেস্টে হারল পাকিস্তান। ১৯৯৯-২০০০ সালে একই অভিজ্ঞতা হয়েছিল তাদের। ম্যাচ বাঁচাতে লাঞ্চের আগে ১৬ মিনিট আর দিনের শেষ দুটি সেশন কাটিয়ে দিতে পারলেই হতো মিসবাহদের। ১৮১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামা পাকিস্তান ৫ ওভারের মধ্যে হারায় সামি আসলাম ও বাবর আজমকে। শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি মিসবাহরা। পাকিস্তান ৫৩.২ ওভারে ১৬৩ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়।

সর্বশেষ খবর